ETV Bharat / state

বিজেপির ফ্লেক্স ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ থানায় - tmc allegedly tore bjp flex in raigunj

সোমবার রায়গঞ্জে বিজেপির ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির ৷ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির ৷ তাদের কথায়, পায়ের তলার মাটি হারিয়ে বিজেপি নিজেরাই এসব করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে ৷

রায়গঞ্জে বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ৷
রায়গঞ্জে বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ৷
author img

By

Published : Apr 12, 2021, 12:11 PM IST

রায়গঞ্জ, 12 এপ্রিল: বিজেপির ফ্লেক্স ও ব্যানার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উদয়পুর এলাকার 184 নম্বর বুথে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার উদয়পুরের 184 নম্বর বুথের একটি মাঠে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী একটি নির্বাচনী কার্যালয় করা হয়েছিল । সোমবার সকালে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের নির্বাচনী কার্যালয়ের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ফ্লেক্স ও ব্যানার ছেড়া পড়ে থাকতে দেখেন ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতা বাবাই নন্দীর অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের নির্বাচনী কার্যালয়ের ফ্লেক্স ও ব্যানার ছিড়ে দিয়েছে ।

অন্যদিকে ঘটনাটি সাজানো বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের নেতা প্রশান্ত দাস বলেন, "বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে তারা আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার করছে ৷"

রায়গঞ্জ, 12 এপ্রিল: বিজেপির ফ্লেক্স ও ব্যানার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উদয়পুর এলাকার 184 নম্বর বুথে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার উদয়পুরের 184 নম্বর বুথের একটি মাঠে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী একটি নির্বাচনী কার্যালয় করা হয়েছিল । সোমবার সকালে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের নির্বাচনী কার্যালয়ের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ফ্লেক্স ও ব্যানার ছেড়া পড়ে থাকতে দেখেন ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতা বাবাই নন্দীর অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের নির্বাচনী কার্যালয়ের ফ্লেক্স ও ব্যানার ছিড়ে দিয়েছে ।

অন্যদিকে ঘটনাটি সাজানো বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের নেতা প্রশান্ত দাস বলেন, "বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে তারা আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার করছে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.