ETV Bharat / state

সন্ত্রাসমুক্ত চোপড়া গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারে বাম প্রার্থী - Chopra Assembly Constituency

আজ থেকেই চোপড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নামলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী আনওয়ার উল হক । প্রচারে সন্ত্রাসমুক্ত চোপড়া গড়ার কথা শোনা গেল প্রার্থীর মুখে ৷

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Mar 22, 2021, 4:43 PM IST

রায়গঞ্জ, 22 মার্চ : সন্ত্রাসমুক্ত চোপড়া, বন্ধ চা বাগান খোলা, শিক্ষার পরিবেশ তৈরি-সহ একাধিক দাবি নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী আনওয়ার উল হক সোমবার থেকে চোপড়া বিধানসভা এলাকায় প্রচার শুরু করলেন । একসময়ের বামফন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা আনওয়ার উল হককে এবারে প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত এলাকার বাম-কংগ্রেস জোটের কর্মী-সমর্থকেরা ।

সোমবার চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকায় মিছিল করে প্রচার করেন আনওয়ার উল হক । সঙ্গী হিসেবে পাশে ছিলেন জোটের শরিক কংগ্রেস ও আইএসএফের কর্মী ও সমর্থকরা ।

আজ থেকেই ভোটের প্রচারে নামলেন আনওয়ার উল হক

22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার 9 টি বিধানসভা আসনের ভোট । মোটামুটিভাবে সবক'টি রাজনৈতিক দলেরই প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন । সোমবার প্রথম চোপড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নামলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী আনওয়ার উল হক ।

চা বাগানের শ্রমিক থেকে কৃষক, দিনমজুর সর্বস্তরের সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন করেন তিনি । সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চোপড়া বিধানসভা এলাকার অলিতে গলিতে ভোটের প্রচার সারলেন বাম-কংগ্রেস জোটের ৷

রায়গঞ্জ, 22 মার্চ : সন্ত্রাসমুক্ত চোপড়া, বন্ধ চা বাগান খোলা, শিক্ষার পরিবেশ তৈরি-সহ একাধিক দাবি নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী আনওয়ার উল হক সোমবার থেকে চোপড়া বিধানসভা এলাকায় প্রচার শুরু করলেন । একসময়ের বামফন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা আনওয়ার উল হককে এবারে প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত এলাকার বাম-কংগ্রেস জোটের কর্মী-সমর্থকেরা ।

সোমবার চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকায় মিছিল করে প্রচার করেন আনওয়ার উল হক । সঙ্গী হিসেবে পাশে ছিলেন জোটের শরিক কংগ্রেস ও আইএসএফের কর্মী ও সমর্থকরা ।

আজ থেকেই ভোটের প্রচারে নামলেন আনওয়ার উল হক

22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার 9 টি বিধানসভা আসনের ভোট । মোটামুটিভাবে সবক'টি রাজনৈতিক দলেরই প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন । সোমবার প্রথম চোপড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নামলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী আনওয়ার উল হক ।

চা বাগানের শ্রমিক থেকে কৃষক, দিনমজুর সর্বস্তরের সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন করেন তিনি । সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চোপড়া বিধানসভা এলাকার অলিতে গলিতে ভোটের প্রচার সারলেন বাম-কংগ্রেস জোটের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.