ETV Bharat / state

আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বেগম খালিদা জিয়া, ফের মমতাকে কটাক্ষ শুভেন্দুর - মমতাকে কটাক্ষ শুভেন্দুর

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তৃণমূল যুব নেতা ও এবারের করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ৷ আজ জনসভা থেকে তাঁকে চিটিংবাজ, ফোর টোয়েন্টি বলে আখ্যা দেন তিনি ।

মমতাকে কটাক্ষ শুভেন্দু
মমতাকে কটাক্ষ শুভেন্দু
author img

By

Published : Apr 11, 2021, 6:42 PM IST

রায়গঞ্জ, 11 এপ্রিল : নির্বাচনী প্রচারে ফের তৃণমূল সুপ্রিমোকে বেগম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ সিংয়ের হয়ে প্রচারে একটি জনসভা করেন শুভেন্দু ৷ সেখানেই মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি ৷

জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন,‘‘ নন্দীগ্রামে ভোটে আমি বিজেপি থেকে দাঁড়িয়েছিলাম ৷ আর আমার বিরুদ্ধে প্রার্থী ছিল বেগম খালেদা জিয়া ৷’’ এরপর তিনি বলেন, ‘‘খেলা হবে বলছেন ৷ উনি নাকি গোলকিপার হয়ে সব গোল রক্ষা করবেন । কিন্তু নন্দীগ্রামে খেলা শুরু হয়েছে সকাল সাতটা থেকে আর গোলকিপার মাঠে আসলেন বেলা দুটোর পরে । ততক্ষণে আমার খেলা শেষ হয়ে গিয়েছে । আর উনি মাথায় হিজা পরে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বয়াল বুথে বসে ছিলেন ।’’

মমতাকে বেগম বলে কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘খেলা হবে, খেলা হবে বলার কী দরকার ? দশটা বছর রাজত্ব করেছেন, দু’হাতে দুটো রিপোর্ট কার্ড দেখালেই তো বোঝা যেত মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য কী কাজ করেছেন ।’’

আরও পড়ুন : শীতলকুচির গ্রামে এসে পৌঁছাল মৃতদেহ, কান্নায় ভারী বাতাস

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তৃণমূল যুব নেতা ও এবারের করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ৷ আজ জনসভা থেকে তাঁকে চিটিংবাজ, ফোর টোয়েন্টি বলে আখ্যা দেন তিনি । রবিবার করণদিঘি বিধানসভা জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সদ্য বিজেপিতে যোগদানকারী ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য ও অনান্যরা ।

রায়গঞ্জ, 11 এপ্রিল : নির্বাচনী প্রচারে ফের তৃণমূল সুপ্রিমোকে বেগম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ সিংয়ের হয়ে প্রচারে একটি জনসভা করেন শুভেন্দু ৷ সেখানেই মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি ৷

জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন,‘‘ নন্দীগ্রামে ভোটে আমি বিজেপি থেকে দাঁড়িয়েছিলাম ৷ আর আমার বিরুদ্ধে প্রার্থী ছিল বেগম খালেদা জিয়া ৷’’ এরপর তিনি বলেন, ‘‘খেলা হবে বলছেন ৷ উনি নাকি গোলকিপার হয়ে সব গোল রক্ষা করবেন । কিন্তু নন্দীগ্রামে খেলা শুরু হয়েছে সকাল সাতটা থেকে আর গোলকিপার মাঠে আসলেন বেলা দুটোর পরে । ততক্ষণে আমার খেলা শেষ হয়ে গিয়েছে । আর উনি মাথায় হিজা পরে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বয়াল বুথে বসে ছিলেন ।’’

মমতাকে বেগম বলে কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘খেলা হবে, খেলা হবে বলার কী দরকার ? দশটা বছর রাজত্ব করেছেন, দু’হাতে দুটো রিপোর্ট কার্ড দেখালেই তো বোঝা যেত মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য কী কাজ করেছেন ।’’

আরও পড়ুন : শীতলকুচির গ্রামে এসে পৌঁছাল মৃতদেহ, কান্নায় ভারী বাতাস

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তৃণমূল যুব নেতা ও এবারের করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ৷ আজ জনসভা থেকে তাঁকে চিটিংবাজ, ফোর টোয়েন্টি বলে আখ্যা দেন তিনি । রবিবার করণদিঘি বিধানসভা জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সদ্য বিজেপিতে যোগদানকারী ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য ও অনান্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.