রায়গঞ্জ, 19 এপ্রিল : বডি আর্টে প্রচার তৃণমূলের ৷ কিশোরের পেটে-পিঠে আঁকা ঘাসফুল ৷ বুকে লেখা ‘বাংলার গর্ব মমতা’ ৷ শাসকদলের এমন অভিনব প্রচারের সাক্ষী থাকল রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড় ৷ ঢাকের বাদ্যির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে তৃণমলের নির্বাচনী ইস্তেহার বিলি করল 'রঙিন-কিশোর' নেহাল যাদব ৷
22 এপ্রিল ভোট উত্তর দিনাজপুরে । সোমবারই শেষ হবে জেলার 9টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির প্রচার । এই অবস্থায় আজও রয়েছে বিভিন্ন দলের হেভিওয়েট নেতা-নেত্রীদের জনসভা, রোড শো ৷ সরগরম রায়গঞ্জ বিধানসভা । এরই মধ্যে প্রচারে চমক দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ৷ তাঁর সমর্থনেই শহরের দেহশ্রী মোড়ে সারা গায়ে ঘাসফুলের প্রতীক এঁকে, বুকে বাংলার গর্ব মমতা লিখে তৃণমূলের ইস্তাহার বিলি করল কিশোর নেহাল যাদব ৷ সঙ্গে ছিল ঢাকের বাদ্যিও ৷
আরও পড়ুন: কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের
কে কাকে ভোট দেবে তা সময়ই বলবে ৷ তবে অভিনব প্রচারে দু'দণ্ড থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষ ৷ নেহালও ফুটপাথে হেঁটে যাওয়া, বাইক-অটো-টোটো আরোহীদের হাতে তুলে দিচ্ছে শাসকদলের ইস্তেহার ৷