ETV Bharat / state

চোপড়ার তৃণমূলে নেতার চা বাগানে হানা বিজেপির - চোপড়ার তৃণমূলে নেতার চা বাগানে হানা বিজেপির

তৃণমূল নেতার চা বাগান নষ্ট করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ৷

হামলা চালানো হয়েছে চা বাগানে
হামলা চালানো হয়েছে চা বাগানে
author img

By

Published : Apr 20, 2021, 10:03 PM IST

চোপড়া, 20 এপ্রিল : চোপড়ায় নির্বাচন 22 এপ্রিল ৷ তার আগে রাজনৈতিক উত্তাপ ছড়লো উত্তর দিনাজপুরের চোপড়ার মের্ধা এলাকায় ৷ এবার চা বাগানে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাগানের অধিকাংশ চা গাছ উপড়ে ফেলা হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে সোমবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় 500 টি চা গাছ উপড়ে নষ্ট করে ফেলে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ৷

চা বাগানটির মালিক স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ গোফুর। তিনি জানান, " বহুদিন থেকে আমাকে হুমকি দিচ্ছিল এখানকার বিজেপি প্রার্থী সাইন আখতার ৷ আমি তৃণমূল করি বলেই এই ঘটনা ঘটেছে ৷ এর আগে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে ৷ সম্পত্তি নষ্টের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল আমাকে ৷ কিন্তু এভাবে চা বাগান নষ্ট করে দেবে ভাবিনি ৷ পুলিশকে খবর দিয়েছি ৷ পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান ৷ "

চোপড়ার তৃণমূলে নেতার চা বাগানে হানা বিজেপির

ঘটনার দায় অস্বীকার করেছে চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শাহিন আক্তার ৷ তিনি বলেন, " এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কয়েকদিন আগে ভিডিয়ো বার্তা দিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল যদি চোপড়ায় বিজেপি 50 টির বেশী আসন পায় তাহলে দেখে নেবে তারা ৷ সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলাকে হালকা করার জন্য তিনি নিজেই চা বাগানের গাছ উপড়ে এই ঘটনা ঘটিয়েছেন এবং দোষারোপ করছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির কোনও নেতা বা কর্মী এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না ৷"

আরও পড়ুন : করোনার জের, মালদায় মোদির সভায় দর্শকাসনে 500, মঞ্চে 4

চোপড়া, 20 এপ্রিল : চোপড়ায় নির্বাচন 22 এপ্রিল ৷ তার আগে রাজনৈতিক উত্তাপ ছড়লো উত্তর দিনাজপুরের চোপড়ার মের্ধা এলাকায় ৷ এবার চা বাগানে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাগানের অধিকাংশ চা গাছ উপড়ে ফেলা হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে সোমবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় 500 টি চা গাছ উপড়ে নষ্ট করে ফেলে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ৷

চা বাগানটির মালিক স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ গোফুর। তিনি জানান, " বহুদিন থেকে আমাকে হুমকি দিচ্ছিল এখানকার বিজেপি প্রার্থী সাইন আখতার ৷ আমি তৃণমূল করি বলেই এই ঘটনা ঘটেছে ৷ এর আগে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে ৷ সম্পত্তি নষ্টের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল আমাকে ৷ কিন্তু এভাবে চা বাগান নষ্ট করে দেবে ভাবিনি ৷ পুলিশকে খবর দিয়েছি ৷ পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান ৷ "

চোপড়ার তৃণমূলে নেতার চা বাগানে হানা বিজেপির

ঘটনার দায় অস্বীকার করেছে চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শাহিন আক্তার ৷ তিনি বলেন, " এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কয়েকদিন আগে ভিডিয়ো বার্তা দিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল যদি চোপড়ায় বিজেপি 50 টির বেশী আসন পায় তাহলে দেখে নেবে তারা ৷ সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলাকে হালকা করার জন্য তিনি নিজেই চা বাগানের গাছ উপড়ে এই ঘটনা ঘটিয়েছেন এবং দোষারোপ করছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির কোনও নেতা বা কর্মী এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না ৷"

আরও পড়ুন : করোনার জের, মালদায় মোদির সভায় দর্শকাসনে 500, মঞ্চে 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.