ETV Bharat / state

শুভেন্দু সড়কপথে আসলে মৃতদেহ নন্দীগ্রামে পাঠিয়ে দিত চোপড়বাসী, হুমকি তৃণমূল প্রার্থীর - শুভেন্দু হেলিকপ্টারে না এসে সড়কপথে আসলে , মৃতদেহটা নন্দীগ্রামে পাঠিয়ে দিত চোপড়বাসী ; হুমকি চোপড়ার তৃণমূল প্রার্থীর

রবিবার বিকেলে চোপড়ার ফুটবল গ্রাউন্ড ময়দানে বিজেপির নির্বাচনী জনসভায় যোগ দিতে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দেবশ্রী চৌধুরী ৷ জনসভায় চোপড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সম্পর্কে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু ৷ সেপ্রসঙ্গে চোপড়ার তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে শুভেন্দুকে রীতিমতো হুমকি দেন তিনি ৷

হামিদুল রহমান ও শুভেন্দু অধিকারী
হামিদুল রহমান ও শুভেন্দু অধিকারী
author img

By

Published : Apr 12, 2021, 8:18 AM IST

চোপড়া, 12 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি গদ্দারি করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগে বিজেপি নেতাকে সরাসরি হুমকি দিলেন তৃণমূল প্রার্থী ৷ চোপড়ার প্রার্থী হামিদুল রহমানের বক্তব্য, শুভেন্দু যদি সড়কপথে জনসভায় যোগ দিতেন তাহলে তাঁর মৃতদেহ নন্দীগ্রামে ফিরত ৷

হামিদুল রবিবার বলেন, "ও বেইমান, দিদির সাথে গদ্দারি করেছে ৷ ও যদি হেলিকপ্টারে না এসে চোপড়ায় সড়কপথ ধরে আসতো তাহলে চোপড়ার মানুষ ওর মৃতদেহটা নন্দীগ্রামে পাঠিয়ে দিত ৷"

কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে
কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে " শুভেন্দু গো ব্যাক " স্লোগান তুলে বিক্ষোভ

পাশাপাশি তিনি বলেন, " শুভেন্দুর কপাল ভালো ৷ সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে হেলিকপ্টারে চেপে মাঠে নেমে জনসভা করে আবার হেলিকপ্টারে চেপে ফিরে চলে গিয়েছেন। " তাঁর এহেন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷ শুধু বিস্ফোরক মন্তব্য করাই নয়, দলীয় কর্মীদের দিয়ে শুভেন্দু অধিকারীর জনসভাস্থলের অদূরেই কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে "শুভেন্দু গো ব্যাক" স্লোগান তুলে বিক্ষোভও দেখান এই তৃণমুল নেতা।

আরও পড়ুন : বারাসতে পিছোলো মমতার সভা , সূচি মেনে আজ আসছেন মোদি

চলতি বিধানসভা নির্বাচনে ক্রমশ পারদ চড়ছে রাজনৈতিক মহলে ৷ চলছে একের পর এক জনসভা ও মিছিল ৷ রবিবার বিকেলে চোপড়ার ফুটবল গ্রাউন্ড ময়দানে বিজেপির নির্বাচনী জনসভায় যোগ দিতে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। সেখানে প্রায় ফাঁকা মাঠে জনসভা করতে হয় শুভেন্দু অধিকারীকে ৷ বিজেপি নেতার প্রচার প্রসঙ্গে হামিদুলকে জিজ্ঞাসা করা হলে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি ৷ শুভেন্দুর পাশাপাশি অমিত শাহ ও নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দাগেন ৷ বলেন, "বাংলায় যে ওরা হারছেন তা জানেন ৷ তাই ভোটকেন্দ্রগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি করছে ৷"

অন্যদিকে চোপড়ার বিজেপি নেতা সুরজিৎ মণ্ডল পাল্টা জবাব দেন হামিদুল রহমানকে ৷ তিনি বলেন, " হামিদুলের মতো বড় মীরজাফর আর কেউ নেই ৷ আর উনি এরকম মন্তব্য করছেন কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য ৷ হামিদুলের জায়গা হবে ইসলামপুর কারাগারে ৷ কারণ ওর অন্যায়ের শেষ নেই ৷ ওর পোষা গুণ্ডারা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়েছে ৷ গো-ব্যাক স্লোগান দিয়েছে ৷ ওরা অসভ্যমতামি করেছে ৷ এর তীব্র নিন্দা করি ৷ "

শুভেন্দু অধিকারীকে চোখা চোখা শব্দে তুলোধনা হামিদুলের

চোপড়া, 12 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি গদ্দারি করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগে বিজেপি নেতাকে সরাসরি হুমকি দিলেন তৃণমূল প্রার্থী ৷ চোপড়ার প্রার্থী হামিদুল রহমানের বক্তব্য, শুভেন্দু যদি সড়কপথে জনসভায় যোগ দিতেন তাহলে তাঁর মৃতদেহ নন্দীগ্রামে ফিরত ৷

হামিদুল রবিবার বলেন, "ও বেইমান, দিদির সাথে গদ্দারি করেছে ৷ ও যদি হেলিকপ্টারে না এসে চোপড়ায় সড়কপথ ধরে আসতো তাহলে চোপড়ার মানুষ ওর মৃতদেহটা নন্দীগ্রামে পাঠিয়ে দিত ৷"

কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে
কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে " শুভেন্দু গো ব্যাক " স্লোগান তুলে বিক্ষোভ

পাশাপাশি তিনি বলেন, " শুভেন্দুর কপাল ভালো ৷ সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে হেলিকপ্টারে চেপে মাঠে নেমে জনসভা করে আবার হেলিকপ্টারে চেপে ফিরে চলে গিয়েছেন। " তাঁর এহেন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷ শুধু বিস্ফোরক মন্তব্য করাই নয়, দলীয় কর্মীদের দিয়ে শুভেন্দু অধিকারীর জনসভাস্থলের অদূরেই কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে "শুভেন্দু গো ব্যাক" স্লোগান তুলে বিক্ষোভও দেখান এই তৃণমুল নেতা।

আরও পড়ুন : বারাসতে পিছোলো মমতার সভা , সূচি মেনে আজ আসছেন মোদি

চলতি বিধানসভা নির্বাচনে ক্রমশ পারদ চড়ছে রাজনৈতিক মহলে ৷ চলছে একের পর এক জনসভা ও মিছিল ৷ রবিবার বিকেলে চোপড়ার ফুটবল গ্রাউন্ড ময়দানে বিজেপির নির্বাচনী জনসভায় যোগ দিতে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। সেখানে প্রায় ফাঁকা মাঠে জনসভা করতে হয় শুভেন্দু অধিকারীকে ৷ বিজেপি নেতার প্রচার প্রসঙ্গে হামিদুলকে জিজ্ঞাসা করা হলে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি ৷ শুভেন্দুর পাশাপাশি অমিত শাহ ও নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দাগেন ৷ বলেন, "বাংলায় যে ওরা হারছেন তা জানেন ৷ তাই ভোটকেন্দ্রগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি করছে ৷"

অন্যদিকে চোপড়ার বিজেপি নেতা সুরজিৎ মণ্ডল পাল্টা জবাব দেন হামিদুল রহমানকে ৷ তিনি বলেন, " হামিদুলের মতো বড় মীরজাফর আর কেউ নেই ৷ আর উনি এরকম মন্তব্য করছেন কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য ৷ হামিদুলের জায়গা হবে ইসলামপুর কারাগারে ৷ কারণ ওর অন্যায়ের শেষ নেই ৷ ওর পোষা গুণ্ডারা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়েছে ৷ গো-ব্যাক স্লোগান দিয়েছে ৷ ওরা অসভ্যমতামি করেছে ৷ এর তীব্র নিন্দা করি ৷ "

শুভেন্দু অধিকারীকে চোখা চোখা শব্দে তুলোধনা হামিদুলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.