ETV Bharat / state

প্রার্থী সৌমেন রায়কে না-পসন্দ, অনশনে বিজেপি কর্মীরা - বিজেপি কর্মীদের বিক্ষোভ

কালিয়াগঞ্জে সৌমেন রায়কে প্রার্থী হিসেবে মানতে নারাজ বিজেপির নেতা-কর্মীরা ৷ প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন তাঁরা ৷ এবার তাঁরা অনশনে বসলেন ৷

প্রার্থী সৌমেন রায়কে পছন্দ না, আমরণ অনশন বিক্ষোভকারীদের
প্রার্থী সৌমেন রায়কে পছন্দ না, আমরণ অনশন বিক্ষোভকারীদের
author img

By

Published : Mar 27, 2021, 6:01 PM IST

Updated : Mar 28, 2021, 11:39 AM IST

কালিয়াগঞ্জ, 27 মার্চ : বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে সৌমেন রায়কে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় ৷ স্থানীয় বিজেপি নেতা কর্মী-সমর্থকদের প্রার্থী পছন্দ হয়নি ৷ তাই বিক্ষোভ, পথ অবরোধ, এমনকী দলীয় কার্যালয়ে ভাঙচুরও চালান বিক্ষুব্ধরা ৷ তাঁদের দাবি, স্থানীয় কোনও ব্যক্তিকে প্রার্থী করতে হবে ৷ দাবি না মানায় এবার অনশনে বসলেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন : সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গলমহল আবার জবাব দিল সিপিএমকে ?

ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়কে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয় ৷ তারপর থেকেই দলের অন্দরা বিক্ষোভ চলছে ৷ পরিস্থিতি এমন যে, কালিয়াগঞ্জে ঢুকতে বাধা পাচ্ছেন তিনি ৷ প্রার্থী বদলের দাবি জানিয়ে বিজেপি কর্মীরা সুকান্ত মোড়ে অনশনের ডাক দিয়েছেন ৷

এবিষয়ে কালিয়াগঞ্জ বিজেপি কনভেনার রানাপ্রতাপ ঘোষ বলেন, "কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী স্থানীয় কোনও ব্যক্তিকে করতে হবে৷ এই দাবি জানিয়ে অনশন শুরু করেছি ৷ আগামীতে এই দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷"

কালিয়াগঞ্জ, 27 মার্চ : বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে সৌমেন রায়কে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় ৷ স্থানীয় বিজেপি নেতা কর্মী-সমর্থকদের প্রার্থী পছন্দ হয়নি ৷ তাই বিক্ষোভ, পথ অবরোধ, এমনকী দলীয় কার্যালয়ে ভাঙচুরও চালান বিক্ষুব্ধরা ৷ তাঁদের দাবি, স্থানীয় কোনও ব্যক্তিকে প্রার্থী করতে হবে ৷ দাবি না মানায় এবার অনশনে বসলেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন : সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গলমহল আবার জবাব দিল সিপিএমকে ?

ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়কে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয় ৷ তারপর থেকেই দলের অন্দরা বিক্ষোভ চলছে ৷ পরিস্থিতি এমন যে, কালিয়াগঞ্জে ঢুকতে বাধা পাচ্ছেন তিনি ৷ প্রার্থী বদলের দাবি জানিয়ে বিজেপি কর্মীরা সুকান্ত মোড়ে অনশনের ডাক দিয়েছেন ৷

এবিষয়ে কালিয়াগঞ্জ বিজেপি কনভেনার রানাপ্রতাপ ঘোষ বলেন, "কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী স্থানীয় কোনও ব্যক্তিকে করতে হবে৷ এই দাবি জানিয়ে অনশন শুরু করেছি ৷ আগামীতে এই দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷"

Last Updated : Mar 28, 2021, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.