ETV Bharat / state

মাকে জেতাতে প্রচারে ‘সাবালিকা’ সৃষ্টি - hemtabad assembly constituency EX MLA

2020 সালে বাাবকে হারিয়েছিল মেয়েটি ৷ বাবা ছিলেন হেমতাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক ৷ বাবার রহস্যজনক মৃত্যুর পর এবারের বিধানসভা ভোটে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তার মা ৷ মাকে জেতানোর জন্য দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে নেমেছে সৃষ্টি রায় ৷

সৃষ্টি রায়
সৃষ্টি রায়
author img

By

Published : Mar 28, 2021, 3:56 PM IST

রায়গঞ্জ , 28 মার্চ : গত বছর ছোট্ট মেয়েটি তার বাবাকে হারিয়েছিল ৷ সেই শুন্যতা আজও পূরণ হয়নি ৷ হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মেয়ে সৃষ্টি আজও আড়ালে বাবার জন্য চোখের জল ফেলে ৷ যদিও সে আর একরত্তি নেই ৷ বাবা যে আর কোনওদিন ফিরবে না, তা ভালমতোই জানে ৷ গত বিধানসভা ভোটে বাবা যখন দাঁড়িয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 11 ৷ তখন বাবার সঙ্গে ঘুরে বেড়ানোতেই তার আনন্দ ছিল ৷ কিন্তু ষোড়শী মেয়েটি খাতায় কলমে এখনও নাবালিকা থাকলেও পরিস্থিতি তাকে নারী করে তুলেছে ৷ তার কথাবার্তায় সেই ছাপ স্পষ্ট ৷ এবার ভোটে প্রার্থী হয়েছেন তার মা চাঁদিমা রায় ৷ মার হাত শক্ত করে ধরে প্রচারে নেমেছে সৃষ্টিও ৷

সালটা 2016 ৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ বাবার সঙ্গে রোজ নির্বাচনী প্রচারে যেত সৃষ্টি ৷ যতদিন নির্বাচনী প্রচার চলছিল ততদিন বাবার ছায়াসঙ্গী হয়ে থেকেছিল বছর এগারোর মেয়েটি ৷ কখনও কখনও বাবা ধমকও দিতেন তাঁর আদরের মেয়েকে ৷ বারণ করতেন প্রচারে যেতে ৷ কিন্তু ওই বলাই সার ৷ মেয়ে একদিনের জন্যও পিছু ছাড়েনি বাবার ৷ সকাল থেকে বাবার সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে হাতজোড় করে ভোট প্রার্থনাও করেছিল সে ৷ স্মৃতিচারণ করতে করতে ঝাপসা হয়ে গেল সৃষ্টির চোখ দুটি ৷ কান্নায় বুজে এল গলা ৷ কোনওমতে সামলে সে বলে, " আজ বাবা নেই ৷ হেমতাবাদ বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ছেন মা ৷ মায়ের সঙ্গেই ফের একইভাবে প্রচারে যাচ্ছি ৷ মায়ের জন্য ভোট প্রার্থনাও করছি ৷ "

সালটা 2020 সালের 13 জুলাই ৷ দিনটির কথা মনে করাতেই শিউরে উঠল সৃষ্টি ৷ বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে বালিয়া মোড় এলাকায় বাবার ঝুলন্ত মৃতদেহ দেখেছিল সে ৷ রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল হেমতাবাদের মানুষ। সকলের সঙ্গে গলা মিলিয়ে বাবার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিল সে ৷

মাকে নির্বাচনে জেতাতে প্রচারে ষেড়শী সৃষ্টি

আরও পড়ুন : ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ

এখন 2021 ৷ মাকে জেতাতে মায়ের হাত শক্ত করে ধরে রয়েছে সে ৷ দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে মাকে জয়ী করতে ময়দানে নেমেছে সৃষ্টি ৷ সে বলে, "সেদিনের মতো সবই আছে ৷ দলীয় কর্মী-সমর্থকরা খোঁজও নেন ৷ কিন্তু একটাই দুঃখ ৷ আজ আমাদের সঙ্গে বাবা নেই ৷ " বাবার অপূর্ণ কাজকে সম্পূর্ণ করতে আজ আরও বেশি ‘সাবালিকা’ সৃষ্টি ৷

রায়গঞ্জ , 28 মার্চ : গত বছর ছোট্ট মেয়েটি তার বাবাকে হারিয়েছিল ৷ সেই শুন্যতা আজও পূরণ হয়নি ৷ হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মেয়ে সৃষ্টি আজও আড়ালে বাবার জন্য চোখের জল ফেলে ৷ যদিও সে আর একরত্তি নেই ৷ বাবা যে আর কোনওদিন ফিরবে না, তা ভালমতোই জানে ৷ গত বিধানসভা ভোটে বাবা যখন দাঁড়িয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 11 ৷ তখন বাবার সঙ্গে ঘুরে বেড়ানোতেই তার আনন্দ ছিল ৷ কিন্তু ষোড়শী মেয়েটি খাতায় কলমে এখনও নাবালিকা থাকলেও পরিস্থিতি তাকে নারী করে তুলেছে ৷ তার কথাবার্তায় সেই ছাপ স্পষ্ট ৷ এবার ভোটে প্রার্থী হয়েছেন তার মা চাঁদিমা রায় ৷ মার হাত শক্ত করে ধরে প্রচারে নেমেছে সৃষ্টিও ৷

সালটা 2016 ৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ বাবার সঙ্গে রোজ নির্বাচনী প্রচারে যেত সৃষ্টি ৷ যতদিন নির্বাচনী প্রচার চলছিল ততদিন বাবার ছায়াসঙ্গী হয়ে থেকেছিল বছর এগারোর মেয়েটি ৷ কখনও কখনও বাবা ধমকও দিতেন তাঁর আদরের মেয়েকে ৷ বারণ করতেন প্রচারে যেতে ৷ কিন্তু ওই বলাই সার ৷ মেয়ে একদিনের জন্যও পিছু ছাড়েনি বাবার ৷ সকাল থেকে বাবার সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে হাতজোড় করে ভোট প্রার্থনাও করেছিল সে ৷ স্মৃতিচারণ করতে করতে ঝাপসা হয়ে গেল সৃষ্টির চোখ দুটি ৷ কান্নায় বুজে এল গলা ৷ কোনওমতে সামলে সে বলে, " আজ বাবা নেই ৷ হেমতাবাদ বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ছেন মা ৷ মায়ের সঙ্গেই ফের একইভাবে প্রচারে যাচ্ছি ৷ মায়ের জন্য ভোট প্রার্থনাও করছি ৷ "

সালটা 2020 সালের 13 জুলাই ৷ দিনটির কথা মনে করাতেই শিউরে উঠল সৃষ্টি ৷ বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে বালিয়া মোড় এলাকায় বাবার ঝুলন্ত মৃতদেহ দেখেছিল সে ৷ রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল হেমতাবাদের মানুষ। সকলের সঙ্গে গলা মিলিয়ে বাবার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিল সে ৷

মাকে নির্বাচনে জেতাতে প্রচারে ষেড়শী সৃষ্টি

আরও পড়ুন : ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ

এখন 2021 ৷ মাকে জেতাতে মায়ের হাত শক্ত করে ধরে রয়েছে সে ৷ দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে মাকে জয়ী করতে ময়দানে নেমেছে সৃষ্টি ৷ সে বলে, "সেদিনের মতো সবই আছে ৷ দলীয় কর্মী-সমর্থকরা খোঁজও নেন ৷ কিন্তু একটাই দুঃখ ৷ আজ আমাদের সঙ্গে বাবা নেই ৷ " বাবার অপূর্ণ কাজকে সম্পূর্ণ করতে আজ আরও বেশি ‘সাবালিকা’ সৃষ্টি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.