রায়গঞ্জ, 18 এপ্রিল : রবিবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে রোড শো করেছিলেন মহাগুরু । তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ দ্রুততার সঙ্গে মিঠুন চক্রবর্তীকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয় ।
সূত্রের খবর, প্রচন্ড গরমে প্রচার কর্মসূচির জন্য ডিহাইড্রেশন হয় মিঠুনের, প্রাথমিক চিকিৎসার পর এমনটাই জানা গিয়েছে ৷ তার জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি । রায়গঞ্জে প্রথমিক চিকিৎসা করানো হয় ৷ কিন্তু, কোনও ভাবেই ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা ৷
এই মুহূর্তে রায়গঞ্জের তাপমাত্রা 40 ডিগ্রি কাছাকাছি ৷ মিঠুন চক্রবর্তীর বয়স সত্তর বছর ৷ বয়স জনিত কারণে বেশ কিছু শারীরিক সমস্যাও আছে ৷ কিছু দিন আগেই গুরুতর অসুস্থ ছিলেন মহাগুরু ৷ এত সব কারণের জন্য চিকিৎসক থেকে বিজেপি কর্মকর্তা কেউই কোনও রকম ঝুঁকি নিতে চাননি ৷
আরও পড়ুন : আঁটঘাট বাধতে আটেই ভরসা মোদির ?
রায়গঞ্জ থেকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয় মহাগুরুকে । তারপর তাঁর বাড়িতেই চিকিৎসক আসেন দেখতে ৷ পরীক্ষার পর চিকিৎসকরা মিঠুনকে 24 ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন । তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ৷ শোনা যাচ্ছে তাঁকে কিছু দিন বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷
সূত্রের খবর, এ দিন কলকাতায় আনার পরই মিঠুন চক্রবর্তীর পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিজেপি কর্মকর্তারা ৷ অভিনেতার ব্যক্তিগত চিকিৎসক দলও সব সময়ের জন্য পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ৷ কোনও রকম বাড়াবাড়ি হলেই যাতে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সে জন্য কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে বলে মিঠুন চক্রবর্তীর পরিবার সূত্রে খবর ৷
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও অভিনেতার শারিরীক পরিস্থিতির খোঁজ নেন ৷ প্রয়োজনে মুম্বই বা দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই রাজ্য়ে বেশ কয়েকটি জনসভা করেছেন মিঠুন ৷ স্বাভাবিক ভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন ৷ আগামী তিন দফা ভোটের আগেও একই ভাবে মিঠুনকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির ৷