ETV Bharat / state

"বাংলা মোদের গর্ব" মেলা শুরু রায়গঞ্জে

author img

By

Published : Jan 15, 2021, 10:41 PM IST

Updated : Dec 28, 2022, 3:16 PM IST

ফিতে কেটে, প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে রায়গঞ্জে শুরু হল "বাংলা মোদের গর্ব" মেলা । মেলার প্রধান আকর্ষণ হল, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে স্টল ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের প্রদর্শন ।

রায়গঞ্জে বাংলা মোদের গর্ব মেলা
"বাংলা মোদের গর্ব" মেলা শুরু রায়গঞ্জে

রায়গঞ্জ, 15 জানুয়ারি : রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রীর প্রদর্শনের জন্য জেলায় জেলায় শুরু হয়েছে "বাংলা মোদের গর্ব" মেলা । আজ থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল এই মেলা । বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী চলবে এই মেলা ।

মেলায় রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী সবুজসাথী, স্বাস্থ্যসাথী, সমব্যাথীর মতো বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের স্টল । এর সঙ্গে রয়েছে এই জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকলা, যা প্রদর্শনী ও বিপণনের জন্য স্টল রয়েছে । এছাড়া জেলার বিভিন্ন লোকশিল্পীদের সাংষ্কৃতিক অনুষ্ঠান জনসমক্ষে তুলে ধরার আয়োজন করা হয়েছে মেলার মাধ্যমে ।

আরও পড়ুন : কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা

জেলার শিল্পীদের পাশাপাশি এই তিন দিন কলকাতার নামিদামি শিল্পীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন । আজ উদ্বোধনী লগ্নে উপস্থিত ছিলেন, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, অতিরিক্ত জেলাশাসক অলঙ্কৃতা পান্ডে, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস সহ অন্যান্যরা ।

মেলার বিষয়ে অরবিন্দ কুমার মীনা বলেন, "জেলায় জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "বাংলা মোদের গর্ব" মেলার আয়োজন করা হয়েছে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে সুষ্ঠুভাবে প্রচার করা যায় তারই উদ্যোগ নেওয়া হল এই মেলায় । মেলার মাধ্যমে সাধারণের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ ও সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে ।" তিন দিন ব্যাপী চলা এই মেলায় জেলাবাসীকে স্বাগত জানালেন তিনি ।

রায়গঞ্জ, 15 জানুয়ারি : রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রীর প্রদর্শনের জন্য জেলায় জেলায় শুরু হয়েছে "বাংলা মোদের গর্ব" মেলা । আজ থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল এই মেলা । বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী চলবে এই মেলা ।

মেলায় রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী সবুজসাথী, স্বাস্থ্যসাথী, সমব্যাথীর মতো বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের স্টল । এর সঙ্গে রয়েছে এই জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকলা, যা প্রদর্শনী ও বিপণনের জন্য স্টল রয়েছে । এছাড়া জেলার বিভিন্ন লোকশিল্পীদের সাংষ্কৃতিক অনুষ্ঠান জনসমক্ষে তুলে ধরার আয়োজন করা হয়েছে মেলার মাধ্যমে ।

আরও পড়ুন : কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা

জেলার শিল্পীদের পাশাপাশি এই তিন দিন কলকাতার নামিদামি শিল্পীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন । আজ উদ্বোধনী লগ্নে উপস্থিত ছিলেন, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, অতিরিক্ত জেলাশাসক অলঙ্কৃতা পান্ডে, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস সহ অন্যান্যরা ।

মেলার বিষয়ে অরবিন্দ কুমার মীনা বলেন, "জেলায় জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "বাংলা মোদের গর্ব" মেলার আয়োজন করা হয়েছে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে সুষ্ঠুভাবে প্রচার করা যায় তারই উদ্যোগ নেওয়া হল এই মেলায় । মেলার মাধ্যমে সাধারণের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ ও সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে ।" তিন দিন ব্যাপী চলা এই মেলায় জেলাবাসীকে স্বাগত জানালেন তিনি ।

Last Updated : Dec 28, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.