রায়গঞ্জ, 13 সেপ্টেম্বর : রায়গঞ্জে রসাখোয়া থেকে সোলপাড়া পর্যন্ত রাস্তার দশা বেহাল । জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে । অভিযোগ , আবেদন করা হলেও রাস্তা মেরামতির কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন । পূর্তদপ্তরের অধীনে রাস্তাটি থাকায় জেলা পরিষদ থেকে রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া যায়নি । এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী জানিয়েছেন , লকডাউনের কারণে রাস্তার কাজে হাত দেওয়া হয়নি । ইতিমধ্যে রাস্তা মেরামতির জন্য পূর্তদপ্তরের তরফে বরাত দেওয়া হয়েছে ৷খুব শীঘ্রই কাজে হাত দেওয়া হবে ।
রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে একমাত্র রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক । উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় যানজট নিত্যদিনের ঘটনা । এই যানজট এড়াতে বামফ্রন্ট সরকারের আমলে শিলিগুড়ি যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হয়েছিল । করণদিঘি থানার বোতলবাড়ি দিয়ে বেঙ্গল টু বেঙ্গল রোড তৈরি হয়েছিল ।এই বেঙ্গল টু বেঙ্গল রাস্তার রসাখোয়া থেকে সোলপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে আছে। রাস্তায় গর্ত তৈরি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছেন । প্রতি রবিবার এই রসাখোয়ায় বিশাল হাট বসে । হাটে জিনিসপত্র নিয়ে পণ্য বোঝাই লরি যাতায়াত করছে । রসাখোয়া থেকে সোলপাড়ার দূরত্ব 12 কিলোমিটার । গাড়িতে যেতে সময় লাগত মাত্র 30 মিনিট । রাস্তা বেহাল হয়ে পড়ায় যেতে সময় লাগছে দেড় ঘণ্টা ।
রাস্তাটি দেখভালের দায়িত্বে রয়েছে পূর্তদপ্তর । স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রত্যেকেই এই রাস্তা মেরামতি জন্য পূর্ত দপ্তরের কাছে আবেদন করেও কোনও লাভ হয়নি ৷ দীর্ঘদিন বেহাল রাস্তা মেরামতি না হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে । উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন জানিয়েছেন , রসাখোয়া থেকে সোলপাড়া পর্যন্ত বেহাল রাস্তা তাদের নজরে আছে । পূর্ত দপ্তরকে এই রাস্তা মেরামতির জন্য বলা হয়েছিল ৷ কিন্ত কাজ হয়নি । অবিলম্বে সেই রাস্তা মেরামতির জন্য তিনি উদ্যোগ গ্রহন করবেন।
রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী জানিয়েছেন , লকডাউনের কারণে বেহাল রাস্তা মেরামতি করা সম্ভব হয়নি । রাজ্যের পূর্তদপ্তরের মন্ত্রীর নজরে আনেন বিষয়টি ৷ ইতিমধ্যে রাস্তা মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পূর্তদপ্তর । খুব শীঘ্রই পূর্তদপ্তর রাস্তা সারাইয়ের কাজে হাত দেবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন ।