রায়গঞ্জ, ৯ মে : রবিবার রবীন্দ্রনাথের জন্মদিনে বেলা সাড়ে দশটা নাগাদ রায়গঞ্জ শহরে দেখা গেল কালবৈশাখীর ঝড় ও তার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি । প্রবল ঝড় আর বৃষ্টির কারণে বিপর্যস্ত সেখানকার জনজীবন।
তবে ঝড় বা বৃষ্টিতে কোনও বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই ৷ রবিবার সকাল থেকে রৌদ্রজ্বল ঝলমলে দিন শুরু হলেও আচমকাই বেলা সাড়ে দশটা নাগাদ আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে । এরপরই বৃষ্টি নামে ঝমঝমিয়ে । গাড়ির হেডলাইট জ্বালিয়ে শুরু হয় যানবাহন চলাচল। বন্ধ হয়ে যায় রাস্তার ধারের থাকা দোকানগুলি ৷
গরমে হাঁপিয়ে ওঠা শহরটি আজ হঠাৎই ভিজে যায় বৃষ্টিতে ৷ দীর্ঘ দিন ধরে চড়তে থাকা পারদ আজ অনেকটাই নীচে নেমে আসে ৷ ফলে স্বস্তির নিশ্বাস নেন রায়গঞ্জবাসী ৷