রায়গঞ্জ, 23 এপ্রিল : কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে রাজ্যজুড়ে । জেলা প্রশাসনের নির্দেশকে অমান্য করেই রাস্তায় বের হচ্ছে সাধারণ মানুষ । দ্বিতীয় দফায় চলছে লকডাউন । জেলা প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করলেও তা মানছেন না অনেকে । তাই সাধারন মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন এক শিল্পী ৷ দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করলেন তিনি ৷
তিনি গৌরাঙ্গ রায় ৷ রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-এক গ্রাম পঞ্চায়েতের কর্নজোড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা ৷ পেশায় তিনি দেওয়াল লিখনের কাজ করেন ৷ নিজের উদ্যোগে কমলাবাড়ি-এক গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন দেওয়ালে লকডাউন মেনে চলার বার্তা দিয়ে দেওয়াল লিখন করলেন । লকডাউনের ফলে আপাতত কাজ নেই গৌরাঙ্গবাবুর । দেওয়াল লিখনের মাধ্যমেই সংসার চালান । এখন দেশজুড়ে কোরোনা নিয়ে সচেতনতার কাজ করছে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে । ফলে মানুষকে সচেতন করা এই মুহূর্তে খুব দরকার । তাই তিনি প্রতিদিন রং, তুলি নিয়ে বেরিয়ে পড়ছেন গ্রামে গ্রামে । যেখানে দেওয়াল ফাঁকা পাচ্ছেন সেখানেই লকডাউন মেনে চলা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বার্তা দিচ্ছেন ।
গৌরাঙ্গ রায় বলেন, "এই দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে সচেতন করতে আমি গ্রামগঞ্জে, বিভিন্ন জায়গায় দেওয়াল লিখে বেড়াচ্ছি । কোরোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য মানুষকে লকডাউন মেনে ঘরে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করছি ৷ পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় যেন রাখে, আর মাস্ক যেন ব্যবহার করে এই দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাইছি । আমার এই দেওয়া লিখনের মাধ্যমে যদি কিছু মানুষ সচেতন হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ।" কৈলাস বর্মন নামে এক গ্রামবাসী গৌরাঙ্গবাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "এই ধরনের কাজে কেউ এগিয়ে আসলে মানুষ আরও সচেতন হবে ।"