ETV Bharat / state

দেশের গোপন তথ্য পাচার পাকিস্তানে! মুম্বই পুলিশের এটিএসের জালে কালিয়াগঞ্জের যুবক - Information trafficking in Pakistan

Bengal Youth Arrested By Mumbai Police ATS: দেশের গোপন তথ্য পাকিস্তান-সহ অন্যান্য দেশে পাচারের অভিযোগে কালিয়াগঞ্জ থেকে গ্রেফতার এক যুবক ৷ ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে গিয়েছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 10:54 PM IST

গোপন তথ্য পাচার করার অভিযোগে গ্রেফতার যুবক

রায়গঞ্জ, 17 ডিসেম্বর: দেশের গোপনীয় গুরুত্বপূর্ণ সব তথ্য পাকিস্তান-সহ অন্যান্য দেশে পাচারের অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশের এটিএস (অ্যান্টি টেরোরিজম স্কোয়াড)। রবিবার রায়গঞ্জ জেলা আদালতের সিজেএম কোর্টের বিচারকের অনুমতিক্রমে ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে নিয়ে মুম্বই রওনা দিয়েছে এটিএস। মঙ্গলবার ধৃতকে মুম্বইয়ের বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি মুম্বই থেকে এই একই অভিযোগে একজনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসে কালিয়াগঞ্জের যুবক মুক্তা মাহাতোর নাম ৷ তিনি কালিয়াগঞ্জ থানার কাকড়া মোড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের এটিএস অভিযুক্তকে গ্রেফতার করে ৷ এরপর রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে ধৃতকে ট্রানজিট রিমান্ডের নেওয়া আবেদন জানানো হয়।

বিচারক ধৃতকে 18 ডিসেম্বর মুম্বইয়ের থানে সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দেন বলে জানান রায়গঞ্জ জেলা আদালতের এপিপি পিন্টু ঘোষ।ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 3(1) (এ), 5(এ) (বি) (ডি) অফ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এবং 120(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। রায়গঞ্জ জেলা আদালতের এপিপি পিন্টু ঘোষ বলেন, "দেশের তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে মুক্তা মাহাতোর বিরুদ্ধে।"

সূত্রের খবর, মুক্তা মাহাতো মোবাইলে অনলাইন গেম খেলতেন। একবার অনলাইন গেম খেলে জেতার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয় বলেও জানা গিয়েছে। তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও নাকি হদিশ পেয়েছে এটিএস। ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কয়েক কোটি টাকা লেনদেনের খবরও মিলেছে। অন্যদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার ফোনে জানিয়েছেন, আর্থিক প্রতারণার কারণে মুক্তা মাহাতোকে মুম্বই পুলিশের এটিএস গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন:

1. রায়গঞ্জ মেডিক্যাল কলেজের হস্টেলে যাদবপুরের ছায়া, পড়ুয়াদের নিগ্রহের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

2. ললিত ঝা-র যোগ পশ্চিম মেদিনীপুরে ! সোশাল মিডিয়ার মাধ্যমে বাড়ছিল ‘সাম্যবাদী সুভাষ সভা’

3. টাকার বিনিময় স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ কলেজ অধ্যাপকের

গোপন তথ্য পাচার করার অভিযোগে গ্রেফতার যুবক

রায়গঞ্জ, 17 ডিসেম্বর: দেশের গোপনীয় গুরুত্বপূর্ণ সব তথ্য পাকিস্তান-সহ অন্যান্য দেশে পাচারের অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশের এটিএস (অ্যান্টি টেরোরিজম স্কোয়াড)। রবিবার রায়গঞ্জ জেলা আদালতের সিজেএম কোর্টের বিচারকের অনুমতিক্রমে ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে নিয়ে মুম্বই রওনা দিয়েছে এটিএস। মঙ্গলবার ধৃতকে মুম্বইয়ের বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি মুম্বই থেকে এই একই অভিযোগে একজনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসে কালিয়াগঞ্জের যুবক মুক্তা মাহাতোর নাম ৷ তিনি কালিয়াগঞ্জ থানার কাকড়া মোড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের এটিএস অভিযুক্তকে গ্রেফতার করে ৷ এরপর রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে ধৃতকে ট্রানজিট রিমান্ডের নেওয়া আবেদন জানানো হয়।

বিচারক ধৃতকে 18 ডিসেম্বর মুম্বইয়ের থানে সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দেন বলে জানান রায়গঞ্জ জেলা আদালতের এপিপি পিন্টু ঘোষ।ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 3(1) (এ), 5(এ) (বি) (ডি) অফ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এবং 120(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। রায়গঞ্জ জেলা আদালতের এপিপি পিন্টু ঘোষ বলেন, "দেশের তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে মুক্তা মাহাতোর বিরুদ্ধে।"

সূত্রের খবর, মুক্তা মাহাতো মোবাইলে অনলাইন গেম খেলতেন। একবার অনলাইন গেম খেলে জেতার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয় বলেও জানা গিয়েছে। তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও নাকি হদিশ পেয়েছে এটিএস। ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কয়েক কোটি টাকা লেনদেনের খবরও মিলেছে। অন্যদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার ফোনে জানিয়েছেন, আর্থিক প্রতারণার কারণে মুক্তা মাহাতোকে মুম্বই পুলিশের এটিএস গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন:

1. রায়গঞ্জ মেডিক্যাল কলেজের হস্টেলে যাদবপুরের ছায়া, পড়ুয়াদের নিগ্রহের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

2. ললিত ঝা-র যোগ পশ্চিম মেদিনীপুরে ! সোশাল মিডিয়ার মাধ্যমে বাড়ছিল ‘সাম্যবাদী সুভাষ সভা’

3. টাকার বিনিময় স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নেওয়ার অভিযোগ, ফেসবুক লাইভ কলেজ অধ্যাপকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.