রায়গঞ্জ, 21 মে: আজ আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন পৌঁছাল রায়গঞ্জ স্টেশনে । উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিহারের শ্রমিকদের নিয়ে দিল্লি থেকে আজ দুপুরে পৌঁছায় ট্রেনটি । রায়গঞ্জ স্টেশনে নামলে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হয়। এরপর বাসে করে তাঁদের বাড়ি পাঠানো হয় ।
কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন অনেকে । দীর্ঘ লকডাউনে তাঁরা চূড়ান্ত সমস্যার মধ্য়ে পড়েন । এর মধ্য়েই অনেককে হেঁটে অথবা সাইকেলে বাড়ি ফিরতে দেখা গেছে । দুর্ঘটনাতেও অনেকের মৃত্যু হয় । এই অবস্থায় ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র ও রাজ্য সরকার । চালু হয় শ্রমিক স্পেশাল ট্রেন । সেই ট্রেনে করেই রাজ্যে ফিরছেন অসংখ্য শ্রমিক ।
আজ দুুপুরে একটি শ্রমিক স্পেশালে রায়গঞ্জে ফিরলেন উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকজন শ্রমিক। আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিহারের 216 জন শ্রমিক ছিলেন ওই ট্রেনটিতে । দুপুরে দেড়টা নাগাদ রায়গঞ্জ স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ট্রেন থেকে নামার পর শ্রমিকদের এক দফা স্বাস্থ্য পরীক্ষা হয়। তারপর তাঁদের বাসে করে বাড়ি পাঠানো হয় । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাস থেকে নামার পর এলাকাতেও আর এক দফা স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর প্রয়োজন মতো কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে। না হলে হোম কোয়ারানটিনে থাকতে বলা হবে।
রায়গঞ্জের পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, ট্রেনের সঠিক সময় জানাতে পারেনি রেল । ফলে শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেনি পৌরসভা। তবে, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ।