রায়গঞ্জ, 21 ডিসেম্বর: সরষে ক্ষেতে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের আটকড়া গ্রামে। মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ খবর পেয়ে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার (anonymous dead body recoverd) করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ৷
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের আটকড়া গ্রামের একটি সরষে ক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান এক স্থানীয় বাসিন্দা। এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে বহু মানুষ ভিড় জমান। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়ার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ ও হেমতাবাদ থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মৃত ব্যক্তিটিকে গলায় মাফলার জড়িয়ে খুন করা হয়েছে ৷
ব্যক্তির মৃতদেহ উদ্ধারে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন ৷ এলাকায় পুলিশ পিকেটিংয়ের দাবি জানিয়েছেন তাঁরা। মৃতদেহটি থেকে প্রায় 50 মিটার দূরে জুতো, চশমা, টুপি ও চাদর উদ্ধার করেছে পুলিশ। ব্যক্তির পরিচয় জানা চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ তার পাশাপাশি কী কারণে ব্যক্তিটিকে খুন করা হয়েছে, তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : নিঁখোজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে