ETV Bharat / state

পারভো ভাইরাস থেকে সারমেয়দের বাঁচাতে উদ্যোগী উত্তর দিনাজপুরে পশুপ্রেমী সংস্থা - পারভো ভাইরাসের সংক্রমণ

সারমেয়দের পারভো ভাইরাস থেকে বাঁচাতে জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের এক পশুপ্রেমী সংস্থা ৷

Canine parvovirus
ছবি
author img

By

Published : Apr 3, 2021, 8:04 PM IST

রায়গঞ্জ, 3 এপ্রিল : গত তিনমাসে পারভো ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার সারমেয়র মৃত্যু হয়েছে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় । ভয়াবহ এই মহামারী রোগে আক্রান্ত হয়ে শত শত কুকুরের মৃত্যু ঘটলেও তাদের টীকাকরনের কোনও ব্যবস্থা গ্রহন করেনি জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এমনটাই অভিযোগ পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর । তবে জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক জানিয়েছেন, আক্রান্ত হয়ে যাওয়া কুকুরদের সময় মতো পশু হাসপাতালে নিয়ে আসা হলে তাদের সুস্থ করে বাঁচিয়ে তোলা সম্ভব । এই ভাইরাসের হাত থেকে কুকুরদের বাঁচাতে গেলে টিকাকরণের প্রয়োজন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিকর্তা।

2020 সালের ডিসেম্বর মাস থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বহু পথ কুকুর । পশু চিকিৎসক থেকে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকেরা এর কারন খুঁজতে গিয়ে এক সমীক্ষার মাধ্যমে জানতে পারেন পারভো ভাইরাসে আক্রান্ত হয়ে কুকুরগুলির মৃত্যু ঘটছে । উপসর্গ হিসেবে দেখা গিয়েছে বমি, পাতলা পায়খানা ও ঝিমুনি । পশু প্রেমী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় পারভো ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় 1 হাজার কুকুরের মৃত্যু হয়েছে ।

উত্তর দিনাজপুরে সারমেয়দের পারভো ভাইরাস থেকে এগোতে এগিয়ে এল পশুপ্রেমী সংগঠন

পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, আমরা যে ক'টি আক্রান্ত কুকুরকে আমরা পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পেরেছি সেগুলি বেঁচে গিয়েছে । কিন্তু মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসে যাতে অন্যান্য কুকুর আক্রান্ত না হয় সেজন্য টীকাকরণ প্রয়োজন । সংস্থার পক্ষ থেকে কুকুরদের বাঁচাতে প্রতিষেধক টীকাকরণ করার আবেদন করা হলেও উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তুলেছে পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস ।

আরও পড়ুন : পুলিশের কাছে "আহ্লাদ" সারমেয়র !

যদি অবিলম্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে টীকাকরণের ব্যবস্থা না করা হয় তাহলে মহামারীর আকার ধারন করে হাজার হাজার কুকুরের মৃত্যু ঘটবে বলে আশঙ্কা করছেন তাঁরা । রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র রায়গঞ্জ পশু হাসপাতালের পশু চিকিৎসক ডাঃ রাকেশ মণ্ডল জানিয়েছেন, "খুবই সংক্রমক এই পারভো ভাইরাস ৷ সহজেই এক কুকুরের থেকে অন্য কুকুরের মধ্যে ছড়িয়ে পড়ে । আমরা প্রতিদিন হাসপাতালে 10-12 টি করে আক্রান্ত কুকুরদের চিকিৎসা করে সুস্থ করে তুলেছি । এই রোগে আক্রান্ত কুকুরদের এক সপ্তাহ ধরে দু'বেলা করে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিতে হয় । এই রোগের প্রতিষেধক টীকাকরণ করার জন্য পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছে । আমরা সেই আবেদন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে পাঠিয়েছি । প্রতিষেধক এলেই কুকুরদের টীকাকরণের কাজ শুরু করা হবে ।"

রায়গঞ্জ, 3 এপ্রিল : গত তিনমাসে পারভো ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার সারমেয়র মৃত্যু হয়েছে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় । ভয়াবহ এই মহামারী রোগে আক্রান্ত হয়ে শত শত কুকুরের মৃত্যু ঘটলেও তাদের টীকাকরনের কোনও ব্যবস্থা গ্রহন করেনি জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এমনটাই অভিযোগ পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর । তবে জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক জানিয়েছেন, আক্রান্ত হয়ে যাওয়া কুকুরদের সময় মতো পশু হাসপাতালে নিয়ে আসা হলে তাদের সুস্থ করে বাঁচিয়ে তোলা সম্ভব । এই ভাইরাসের হাত থেকে কুকুরদের বাঁচাতে গেলে টিকাকরণের প্রয়োজন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিকর্তা।

2020 সালের ডিসেম্বর মাস থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বহু পথ কুকুর । পশু চিকিৎসক থেকে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকেরা এর কারন খুঁজতে গিয়ে এক সমীক্ষার মাধ্যমে জানতে পারেন পারভো ভাইরাসে আক্রান্ত হয়ে কুকুরগুলির মৃত্যু ঘটছে । উপসর্গ হিসেবে দেখা গিয়েছে বমি, পাতলা পায়খানা ও ঝিমুনি । পশু প্রেমী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় পারভো ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় 1 হাজার কুকুরের মৃত্যু হয়েছে ।

উত্তর দিনাজপুরে সারমেয়দের পারভো ভাইরাস থেকে এগোতে এগিয়ে এল পশুপ্রেমী সংগঠন

পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, আমরা যে ক'টি আক্রান্ত কুকুরকে আমরা পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পেরেছি সেগুলি বেঁচে গিয়েছে । কিন্তু মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসে যাতে অন্যান্য কুকুর আক্রান্ত না হয় সেজন্য টীকাকরণ প্রয়োজন । সংস্থার পক্ষ থেকে কুকুরদের বাঁচাতে প্রতিষেধক টীকাকরণ করার আবেদন করা হলেও উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তুলেছে পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস ।

আরও পড়ুন : পুলিশের কাছে "আহ্লাদ" সারমেয়র !

যদি অবিলম্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে টীকাকরণের ব্যবস্থা না করা হয় তাহলে মহামারীর আকার ধারন করে হাজার হাজার কুকুরের মৃত্যু ঘটবে বলে আশঙ্কা করছেন তাঁরা । রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র রায়গঞ্জ পশু হাসপাতালের পশু চিকিৎসক ডাঃ রাকেশ মণ্ডল জানিয়েছেন, "খুবই সংক্রমক এই পারভো ভাইরাস ৷ সহজেই এক কুকুরের থেকে অন্য কুকুরের মধ্যে ছড়িয়ে পড়ে । আমরা প্রতিদিন হাসপাতালে 10-12 টি করে আক্রান্ত কুকুরদের চিকিৎসা করে সুস্থ করে তুলেছি । এই রোগে আক্রান্ত কুকুরদের এক সপ্তাহ ধরে দু'বেলা করে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিতে হয় । এই রোগের প্রতিষেধক টীকাকরণ করার জন্য পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছে । আমরা সেই আবেদন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে পাঠিয়েছি । প্রতিষেধক এলেই কুকুরদের টীকাকরণের কাজ শুরু করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.