রায়গঞ্জ, 23 মে : মোটরবাইক চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলেন স্থানীয় বাসিন্দরা ৷ ঘটনাটি ঘটেছে করনদিঘি থানার বিকোল হাট এলাকায়। গুরুতর জখম অবস্থায় যুবককে করনদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে খবর, যুবকের বাড়ি করনদিঘি থানার বাজারগাও গ্রামে। করনদিঘি থানার বিকোল হাটে এক ব্যাক্তি তাঁর মোটর বাইকটি রেখে দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন। তার ফাঁকে যুবকটি বাইকটি নিয়ে পালাতে যান ৷ তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা ৷ শুরু হয় গণপিটুনি। বাঁশ, লাটি দিয়ে ওই যুবককে বেধড়ক মারা হয় ৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ খবর দেওয়া হয় করনদিঘি থানায় ৷
খবর পেয়ে পুলিশ এসে যুবককে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন :সোনালী গুহর পর অমল আচার্য, দলে ফিরতে চেয়ে চিঠি মমতাকে