ETV Bharat / state

মিড ডে মিলের সামগ্রী পাচারের অভিযোগ, প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ

author img

By

Published : Oct 16, 2020, 10:02 PM IST

শুক্রবার বিকালে প্রধান শিক্ষিকা যুথিকা রানি সরকার স্কুল খুলে মিড ডে মিলের চাল, ডাল, ছোলা এবং আলু তাঁর স্বামী বুড়া দাসকে দিয়ে বাইরে পাঠিয়ে দেন বলে অভিযোগ । যদিও প্রধান শিক্ষিকা মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগ অস্বীকার করেন ।

প্রধান শিক্ষিকাকে ঘেরাও
প্রধান শিক্ষিকাকে ঘেরাও

রায়গঞ্জ, 16 অক্টোবর: মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । অভিযুক্ত প্রধান শিক্ষিকার স্বামীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । যদিও প্রধান শিক্ষিকা মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগ অস্বীকার করেন । ঘটনাটি ইটাহার থানার উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে । ইটাহার থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

শুক্রবার বিকালে প্রধান শিক্ষিকা যুথিকা রানি সরকার স্কুল খুলে মিড ডে মিলের চাল, ডাল, ছোলা এবং আলু তাঁর স্বামী বুড়া দাসকে দিয়ে বাইরে পাঠিয়ে দেন বলে অভিযোগ । অভিভাবকরা বিষয়টি বুড়াবাবুর কাছে জানতে চাইলে তিনি কোনও উত্তর না দিয়ে মোটরবাইক নিয়ে সেখান থেকে চলে যান । প্রধান শিক্ষিকার কাছে গ্রামবাসীরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর নিজের আত্মীয়র বাচ্চারা স্কুলে আসেনি । তাদের জন্যই এই জিনিসপত্র পাঠানো হয়েছে ।

প্রধান শিক্ষিকার বক্তব্য, অভিভাবকরা তাঁকে স্কুলে আটকে রাখেন । স্ত্রীকে আটকে রাখার খবর পেয়ে বুড়া দাস আবার মিড ডে মিলের সামগ্রী ফিরিয়ে দিতে আসেন । ডাল, আলু, ছোলা ফিরিয়ে দিলেও চাল আনেননি । এতেই ফের ক্ষিপ্ত হয়ে যান অভিভাবকরা । প্রধান শিক্ষিকার স্বামী বুড়া দাসকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ । ইটাহার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । আটক প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে উদ্ধার করে তারা ।

যদিও অভিযুক্ত প্রধান শিক্ষিকা যুথিকা রানি সরকার গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেন । অভিভাবক পূর্ণিমা দাসের অভিযোগ, ছুটির দিনে প্রধান শিক্ষিকা স্কুল থেকে মিড ডে মিলের সামগ্রী বাইরে নিয়ে যাচ্ছেিলেন । তা জানতে চেয়ে কোনও উত্তর না মেলায় তারা প্রধান শিক্ষিকাকে আটকে রেখেছিলেন ।

রায়গঞ্জ, 16 অক্টোবর: মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । অভিযুক্ত প্রধান শিক্ষিকার স্বামীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । যদিও প্রধান শিক্ষিকা মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগ অস্বীকার করেন । ঘটনাটি ইটাহার থানার উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে । ইটাহার থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

শুক্রবার বিকালে প্রধান শিক্ষিকা যুথিকা রানি সরকার স্কুল খুলে মিড ডে মিলের চাল, ডাল, ছোলা এবং আলু তাঁর স্বামী বুড়া দাসকে দিয়ে বাইরে পাঠিয়ে দেন বলে অভিযোগ । অভিভাবকরা বিষয়টি বুড়াবাবুর কাছে জানতে চাইলে তিনি কোনও উত্তর না দিয়ে মোটরবাইক নিয়ে সেখান থেকে চলে যান । প্রধান শিক্ষিকার কাছে গ্রামবাসীরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর নিজের আত্মীয়র বাচ্চারা স্কুলে আসেনি । তাদের জন্যই এই জিনিসপত্র পাঠানো হয়েছে ।

প্রধান শিক্ষিকার বক্তব্য, অভিভাবকরা তাঁকে স্কুলে আটকে রাখেন । স্ত্রীকে আটকে রাখার খবর পেয়ে বুড়া দাস আবার মিড ডে মিলের সামগ্রী ফিরিয়ে দিতে আসেন । ডাল, আলু, ছোলা ফিরিয়ে দিলেও চাল আনেননি । এতেই ফের ক্ষিপ্ত হয়ে যান অভিভাবকরা । প্রধান শিক্ষিকার স্বামী বুড়া দাসকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ । ইটাহার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । আটক প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে উদ্ধার করে তারা ।

যদিও অভিযুক্ত প্রধান শিক্ষিকা যুথিকা রানি সরকার গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেন । অভিভাবক পূর্ণিমা দাসের অভিযোগ, ছুটির দিনে প্রধান শিক্ষিকা স্কুল থেকে মিড ডে মিলের সামগ্রী বাইরে নিয়ে যাচ্ছেিলেন । তা জানতে চেয়ে কোনও উত্তর না মেলায় তারা প্রধান শিক্ষিকাকে আটকে রেখেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.