ETV Bharat / state

দাড়িভিটে নিহত ছাত্রর পোস্টার ছেড়ার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধে - darivit case

দাড়িভিটে নিহত ছাত্রর ছবি দেওয়া পোস্টার ছেড়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির ভাইয়ের বিরুদ্ধে ৷ টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ এলাকাবাসীর ৷

darivit case
প্রতিবাদ
author img

By

Published : Jan 20, 2020, 10:39 PM IST

ইসলামপুর, 20 জানুয়ারি : বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের সোমবার উত্তপ্ত হল ইসলামপুরের দাড়িভিট । তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কার্তিক বৈরাগীর ভাই নিহত ছাত্রের ছবিকে অসম্মান করেছে ৷ এই অভিযোগে পথ অবরোধ এলাকার বাসিন্দাদের ৷ অবরোধে শামিল দাড়িভিট স্কুলে গুলিতে নিহত ছাত্রের পরিবার । অভিযোগ, পোস্টারে লাথি মারার পাশাপাশি সেইগুলি ছিড়ে ফেলে তারা । এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ এলাকাবাসীদের । রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন মৃত তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ ।


তাঁর অভিযোগ, "রাস্তার পাশে লাগানো ছিল তাপসের ছবি দেওয়া পোস্টার ৷ আজ বেলা তিনটের সময় সেই পোস্টার ছিড়ে রাস্তায় ফেলে লাথি মারছিল দাড়িভিটের তৃণমূলের অঞ্চল সভাপতি কার্তিক বৈরাগীর ভাই দুলাল বৈরাগী ৷ আমি তার প্রতিবাদ করায় সে কোদাল দিয়ে আমাকে মারতে এগিয়ে আসে ৷" তিনি আরও বলেন, "যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আসবে, যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি ততদিন অবরোধ চলবে ৷ কাল স্কুল বন্ধ করব ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রসঙ্গত, 2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র–পুলিশ সংঘর্ষ বাধে । ওই ঘটনায় গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুইজন ছাত্র মারা যায় ৷ পাশাপাশি একজন ছাত্র আহত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । স্থানীয় বাসিন্দারা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় । প্রায় 52 দিন বন্ধ থেকে স্কুলে পঠন পাঠন ।

ইসলামপুর, 20 জানুয়ারি : বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের সোমবার উত্তপ্ত হল ইসলামপুরের দাড়িভিট । তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কার্তিক বৈরাগীর ভাই নিহত ছাত্রের ছবিকে অসম্মান করেছে ৷ এই অভিযোগে পথ অবরোধ এলাকার বাসিন্দাদের ৷ অবরোধে শামিল দাড়িভিট স্কুলে গুলিতে নিহত ছাত্রের পরিবার । অভিযোগ, পোস্টারে লাথি মারার পাশাপাশি সেইগুলি ছিড়ে ফেলে তারা । এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ এলাকাবাসীদের । রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন মৃত তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ ।


তাঁর অভিযোগ, "রাস্তার পাশে লাগানো ছিল তাপসের ছবি দেওয়া পোস্টার ৷ আজ বেলা তিনটের সময় সেই পোস্টার ছিড়ে রাস্তায় ফেলে লাথি মারছিল দাড়িভিটের তৃণমূলের অঞ্চল সভাপতি কার্তিক বৈরাগীর ভাই দুলাল বৈরাগী ৷ আমি তার প্রতিবাদ করায় সে কোদাল দিয়ে আমাকে মারতে এগিয়ে আসে ৷" তিনি আরও বলেন, "যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আসবে, যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি ততদিন অবরোধ চলবে ৷ কাল স্কুল বন্ধ করব ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রসঙ্গত, 2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র–পুলিশ সংঘর্ষ বাধে । ওই ঘটনায় গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুইজন ছাত্র মারা যায় ৷ পাশাপাশি একজন ছাত্র আহত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । স্থানীয় বাসিন্দারা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় । প্রায় 52 দিন বন্ধ থেকে স্কুলে পঠন পাঠন ।

Intro:রায়গঞ্জ, ২০ জানুয়ারিঃ- বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের সোমবার উত্তপ্ত হল ইসলামপুরের দাড়িভিট।তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা নিহত দুই ছাত্রের ছবিকে অসম্মান করেছে এই দাবী তুলে পথ অবরোধে শামিল হল পরিবার। ইসলামপুরের দাড়িভিট স্কুলে গুলিতে নিহতের ছবিসহ পোস্টারগুলিতে এদিন বিকেলে তৃনমুল আশ্রিত কতিপয় দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা ওই পোস্টারে লাথি মারার পাশাপাশি সেইগুলি ছিড়ে ফেলে দেয়।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা ও এলাকার বাসিন্দারা একযোগে প্রতিবাদ শুরু করেছে। এলাকার রাস্তা অবরোধ করে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।বাসিন্দাদের দাবি দুষ্কৃতিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ,২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র – পুলিশ সংঘর্ষ বাধে।ওই ঘটনায় গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুইজন ছাত্র মারা যাওয়ার পাশাপাশি একজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনিতি উত্তাল হয়ে ওঠে।এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়।দীর্ঘ প্রায় ৫২ দিন স্কুল বন্ধ থাকার পরে সোমবার থেকে স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে।ঘটনার দিন থেকে স্থানিয় বাসিন্দা ও নিহতদের পরিবারের পক্ষ থেকে সি বি আই তদন্তের দাবি জানানো হয়েছে।এই দাবিতে অনড় থাকার পাশাপাশি রাজেশ ও তাপসের দেহ এদিন পর্যন্ত এলাকার নদির পাশে সমাহিত করে রাখা হয়েছে।রাজ্য সরকার ওই ঘটনার সি আই ডি তদন্ত সুরু করলেও নিহতদের পরিবার ও স্থানিয় বাসিন্দারা তাতে সহযোগিতা করেনি।বিজেপি’র পক্ষ হেকে ঘটনার প্রথমদিন থেকেই স্থানিয়দের দাবিকে সমর্থন করা হয়েছে।বিজপি’র পক্ষ থেকে নিহতদের পরিবারকে দিল্লিতে নিয়ে গিয়ে রাষ্ট্রপতি, অমি শাহ ও জাতীয় মানব্ধিকার কমিসনের সাথে দেখা করানো হয়েছিলো।লোকসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নির্বাচনে প্রচারে এসে দাড়িভিটের নিহতদের পরিবারকে সি বি আইতদন্তের বযাপারে মৌখিক আস্বাসও দিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই তাপস ও রাজেশের ছবি দেওয়া পোস্টার দাড়িভিট স্কুল চত্বরে লাগানো রয়েছে।অভিযোগ, এদিন বিকেলে কয়েকজন দুষ্কৃতি ওই পোস্টারগুলিতে লাথি মারার পাশাপাশি সেইগুলি ছিড়ে ফেলে।,তাপসের মা মঞ্জু বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরাই এই কাজ করেছে।আমরা এরই প্রতিবাদে কাল আবার স্কুল বন্ধ করব।তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তৃনমূলের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে।Body:AkhConclusion:Akj
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.