রায়গঞ্জ, 10 নভেম্বর : জোর করে লরি আটকে কালীপুজোর চাঁদা আদায়ের অভিযোগে বিক্ষোভ কালিয়াগঞ্জ থানার বাঘন বটতলি এলাকায় ৷ পথ অবরোধও করা হয় ৷
কালিয়াগঞ্জ মিনি ট্রাক মালিক ও চালক সংগঠনের সভাপতি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে 10A নম্বর রাজ্য সড়কে গতকাল পথ অবরোধ শুরু করেন লরি চালকরা ৷ যার জেরে আটকে পড়ে দূরপাল্লার অনেক পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস ৷ অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷
চালকদের অভিযোগ, জোর করে লরি দাঁড় করিয়ে চাঁদা আদায় করছে বিভিন্ন ক্লাব ৷ চাঁদা দিতে অস্বীকার করায় মারধরও করা হয়েছে ৷ মানব চৌহান নামে আক্রান্ত এক লরি চালকের অভিযোগ, দাবি মতো কালীপুজোর চাঁদা না মেটানোয় লরি আটকে তাঁকে মারধর করে কয়েকজন যুবক ।
চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করার পাশাপাশি জুলুমবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ । পুলিশের আশ্বাস পেয়ে প্রায় ঘণ্টা দু'য়েক পর অবরোধ তুলে নেন সংগঠনের সদস্যরা ৷