রায়গঞ্জ, 5 জুন : ঘরের কোণায় কোণায় প্লাস্টিক বোতল, প্যাকেট, কাগজের থালা ৷ এমনই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মডেল স্কুলের কোয়ারানটিনে সেন্টারে ৷ সাফাই না হওয়ায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ । কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অবশ্য দাবি, এধরনের অভিযোগ তাঁদের কাছে আসেনি। সংবাদ মাধ্যমের কাছে জানলেন ৷ সাফাই এর উদ্যোগ নেবেন।
রায়গঞ্জ কর্নজোড়ার মডেল স্কুলে ৪১ জন পরিযায়ী শ্রমিক আছেন । যাদের অধিকাংশের বাড়ি শীতগ্রাম, বীরঘই এবং বরুয়া গ্রামের। গত আট দিন যাবদ এই কোয়ারান্টাইন সেন্টারে আছেন। সেন্টারের খাওয়া এবং দেখভালের দায়িত্বে আছে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । রায়গঞ্জ ব্লকের তরফ থেকে চাল এবং গ্যাস সরবরাহ করলেও বাকি সরঞ্জাম পঞ্চায়েতের মাধ্যমে সেন্টারে সরবরাহ করা হচ্ছে । সেন্টারে খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি অভিযোগ না থাকলেও ঘরে পাখা এবং নিকাশি ব্যবস্থা নিয়ে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ রয়েছে ।
কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস জানান, পরিযায়ী শ্রমিকদের দেখভালের জন্য পঞ্চায়েতের তরফে একজন ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করা হয়েছে । শ্রমিকরা তার কাছে কোন অভিযোগ করেননি । তবুও সংবাদ মাধ্যমে কাছে তাঁরা ক্ষোভ প্রকাশ করায় দ্রুত সেই সমস্যাগুলি সমাধানের পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন।