রায়গঞ্জ, 15 জুন : BJP পরিচালিত গ্রামপঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা টাকার বিনিময়ে অপেক্ষাকৃত কম বয়সিদের "তফসিলি বন্ধু" ও "জয় জোহার" প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছেন ৷ এমনই অভিযোগ তুলে বীরঘই গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা আজ রায়গঞ্জ BDO অফিসে ধরনা অবস্থান ও বিক্ষোভ দেখালেন । ইতিমধ্যেই রায়গঞ্জ ব্লক প্রশাসন থেকে এলাকার 34জন উপভোক্তার বিরুদ্ধে ভুয়ো নথি পেশ করার জন্য FIR দায়ের করা হয়েছে । এই ঘটনা নিয়ে রায়গঞ্জ BDO অফিসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস ঘোষ জানিয়েছেন প্রকৃত উপভোক্তারা সকলেই এই দুই প্রকল্পের টাকা পাবেন । বঞ্চিত গ্রামবাসীদের BDO অফিসে সরাসরি এসে আবেদন করার পরামর্শ দেন তিনি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের ষাট বছরের উর্ধ্বে বাসিন্দাদের সকলের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা প্রদান করার জন্য " তফসিলি বন্ধু" ও "জয় জোহার" নামে দুটি প্রকল্প চালু করেছেন । উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে এই প্রকল্পের সুবিধা নিতে ন'হাজার 700জনের আবেদন জমা পড়েছে । যারমধ্যে পাঁচ হাজার 200জনের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে । কিন্তু রায়গঞ্জ ব্লকের BJP পরিচালিত বীরঘই গ্রামপঞ্চায়েতে এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে বহু অভিযোগ উঠে এসেছে ।
গ্রামের বয়স্ক বহু মানুষের অভিযোগ, BJP-র পঞ্চায়েত সদস্য ও প্রধান টাকার বিনিময়ে অপেক্ষাকৃত কম বয়সিদের এই প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাইয়ে দেওয়ার ব্যাবস্থা করছে । ওই গ্রামপঞ্চায়েত থেকে বেশকিছু অভিযোগ রায়গঞ্জ BDO অফিসেও জমা পড়েছে । ব্লক প্রশাসন তদন্ত করে বীরঘই অঞ্চলের 34জন উপভোক্তার বিরুদ্ধে FIR দায়ের করেছেন । ভোটার কার্ডের বয়সের চাইতে কম বয়স দেখিয়ে অনলাইনে আবেদন করে সরকারি এই সুবিধা নিতে চাইছেন । অভিযোগ, টাকার বিনিময়ে স্থানীয় BJP পঞ্চায়েত সদস্যরা এই কাজ করছেন । এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নিজেদের প্রাপ্য অধিকার পাওয়ার আশায় আজ রায়গঞ্জ BDO অফিসে ধর্না ও বিক্ষোভ দেখান বীরঘই গ্রামপঞ্চায়েতের বঞ্চিত ষাটোর্ধ্ব বাসিন্দারা ।
তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা যোগ্য ব্যক্তিরাই পাবেন । সহ সভাপতির আশ্বাস পেয়ে বীরঘই অঞ্চলের বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচি তুলে নেন।