ETV Bharat / state

রাজ্যে নিজ়ামউদ্দিন ফেরত 12 জন কোয়ারান্টাইনে - কোরোনা ভাইরাস

দিল্লির নিজ়ামউদ্দিন থেকে ফিরে 12 জন ব্যক্তি উত্তর দিনাজপুর জেলায় গাইসাল এলাকায় আত্মগোপন করেছিলেন । গতকাল বিকেলে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল যৌথভাবে অভিযান চালিয়ে ওই 12জন ব্যক্তিকে খুঁজে বের করে তাদের পাঞ্জিপাড়ায় কোয়ারান্টাইন সেন্টারে পাঠিয়েছে ।

Again 12 Nizamuddin returned people in quarantine
রাজ্যে ফের নিজ়ামুদ্দিন ফেরত ১২ জন কোয়ারান্টাইনে
author img

By

Published : Apr 11, 2020, 3:41 PM IST

ইসলামপুর, 11 এপ্রিল : মার্চের মাঝামাঝি দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় জনসমাবেশে উপস্থিত বেশিরভাগ মানুষের শরীরে মিলেছে কোরোনা ভাইরাস ৷ তার জেরে ভাইরাস সংক্রমণের আশঙ্কায় তাদের বিশেষ নজরে রাখছে প্রশাসন ৷ ইতিমধ্যে যোগদানকারীদের খোঁজ মিলেছে এরাজ্যেও ৷ ফের দিল্লির নিজ়ামউদ্দিন ফেরত সদস্যদের খোঁজ মিলল উত্তর দিনাজপুর জেলায় ।

দিল্লি থেকে ফিরে 12 জন ব্যক্তি উত্তর দিনাজপুর জেলায় গাইসাল এলাকায় আত্মগোপন করেছিলেন । এই ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে । গতকাল বিকেলে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল যৌথভাবে অভিযান চালিয়ে ওই 12জন ব্যক্তিকে খুঁজে বের করে তাদের পাঞ্জিপাড়ায় কোয়ারান্টাইন সেন্টারে পাঠিয়েছে ।

ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর বলেন, ‘‘দিল্লির নিজ়ামউদ্দিন সভায় যোগ দিয়ে ইসলামপুরের গাইসাল এলাকার 12জন ব্যক্তি স্থানীয় একটি বাড়িতে ছিলেন বলে আমাদের কাছে খবর আসে । সেই সুত্র ধরে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল শুক্রবার সেখানে যায় । তাদের সাথে কথা বলে জানায়, ওই 12জন মার্চ মাসের 13 তারিখ নাগাদ দিল্লি থেকে ফিরে এসেছিলেন । তারপর থেকেই তারা ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় ছিলেন । দিল্লি থেকে ফিরে আসার পর তাদের প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে । এই সময়ের মধ্যে তাদের কারও জ্বর,কাশি ইত্যাদি উপসর্গ দেখা যায়নি । স্বাস্থ্য দপ্তরের দল তাদের পরীক্ষা করেছে । সেই পরীক্ষাতেও তাদের কোনও উপসর্গ ধরা পড়েনি ।’’

তিনি আরও জানান, কোরোনার উপসর্গ ধরা না পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের প্রত্যেককে পাঞ্জিপাড়া কোয়ারান্টাইন সেন্টারে এনে রাখা হয়েছে । গোটা বিষয়টি নিয়ে অহেতুক আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই ৷

ইসলামপুর, 11 এপ্রিল : মার্চের মাঝামাঝি দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় জনসমাবেশে উপস্থিত বেশিরভাগ মানুষের শরীরে মিলেছে কোরোনা ভাইরাস ৷ তার জেরে ভাইরাস সংক্রমণের আশঙ্কায় তাদের বিশেষ নজরে রাখছে প্রশাসন ৷ ইতিমধ্যে যোগদানকারীদের খোঁজ মিলেছে এরাজ্যেও ৷ ফের দিল্লির নিজ়ামউদ্দিন ফেরত সদস্যদের খোঁজ মিলল উত্তর দিনাজপুর জেলায় ।

দিল্লি থেকে ফিরে 12 জন ব্যক্তি উত্তর দিনাজপুর জেলায় গাইসাল এলাকায় আত্মগোপন করেছিলেন । এই ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে । গতকাল বিকেলে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল যৌথভাবে অভিযান চালিয়ে ওই 12জন ব্যক্তিকে খুঁজে বের করে তাদের পাঞ্জিপাড়ায় কোয়ারান্টাইন সেন্টারে পাঠিয়েছে ।

ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর বলেন, ‘‘দিল্লির নিজ়ামউদ্দিন সভায় যোগ দিয়ে ইসলামপুরের গাইসাল এলাকার 12জন ব্যক্তি স্থানীয় একটি বাড়িতে ছিলেন বলে আমাদের কাছে খবর আসে । সেই সুত্র ধরে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল শুক্রবার সেখানে যায় । তাদের সাথে কথা বলে জানায়, ওই 12জন মার্চ মাসের 13 তারিখ নাগাদ দিল্লি থেকে ফিরে এসেছিলেন । তারপর থেকেই তারা ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় ছিলেন । দিল্লি থেকে ফিরে আসার পর তাদের প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে । এই সময়ের মধ্যে তাদের কারও জ্বর,কাশি ইত্যাদি উপসর্গ দেখা যায়নি । স্বাস্থ্য দপ্তরের দল তাদের পরীক্ষা করেছে । সেই পরীক্ষাতেও তাদের কোনও উপসর্গ ধরা পড়েনি ।’’

তিনি আরও জানান, কোরোনার উপসর্গ ধরা না পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের প্রত্যেককে পাঞ্জিপাড়া কোয়ারান্টাইন সেন্টারে এনে রাখা হয়েছে । গোটা বিষয়টি নিয়ে অহেতুক আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.