রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : যাদবপুরের দেখানো পথে এবার রায়গঞ্জ । শুরু হয়েছে শ্রমজীবী ক্যান্টিন । সৌজন্যে রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের CPI(M) কর্মীরা । 1 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে ক্যান্টিন । আজ 11 দিনে পড়ল এই উদ্যোগ । রায়গঞ্জের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন পার্বতী বিশ্বাসের চায়ের দোকানেই চলছে শ্রমজীবী ক্যান্টিন ।
রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ড । এই এলাকায় এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা আর্থিকভাবে স্বচ্ছল নন । কেউ টোটো চালিয়ে, কেউ অটো চালিয়ে, কেউ অন্যের বাড়িতে পরিচারক-পরিচারিকার কাজ করে দিন গুজরান করেন । কেউ আবার অনুষ্ঠানবাড়িতে বাজনা বাজানোর কাজ করেন । কিন্তু লকডাউনের পর থেকে এঁদের আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হয়েছে । অনেকেরই উপার্জন বন্ধ । কোনওদিন আধপেটা খেয়ে, কোনওদিন বা না খেয়েই দিন কাটছে । আর্থিকভাবে পিছিয়ে পড়া এইসব মানুষের জন্যই মূলত শ্রমজীবী ক্যান্টিন চালু করেছে স্থানীয় CPI(M) । এলাকার দুস্থ মানুষদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এখানে । খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কোরোনা আক্রান্তদের বাড়িতেও । মাত্র 20 টাকার বিনিময়ে প্রতিদিন দুপুরে পর্যায়ক্রমে ভাত, সবজি, ডিম, মাংস খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে ।
স্থানীয় CPI(M) কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এলাকার মানুষরাও । স্থানীয় CPI(M) নেতা প্রিয়রঞ্জন পাল বলেন," সরকারের জনস্বার্থ বিরোধী নীতির কারনে গরিব মানুষদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। কাজ হারিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। "
আরও পড়ুন : যাদবপুরের পর গড়ফায় শ্রমজীবী ক্যান্টিন
তবে কতদিন এ-ভাবে চালাতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি । বলেছেন, “জিনিসপত্রের দাম বাজারে আকাশ ছোঁয়া। আমাদের ইচ্ছে আছে অনেকদিন ধরে এই পরিষেবা দেওয়ার। কিন্তু মূল্যবৃদ্ধি ভাবাচ্ছে। অনেকেই এগিয়ে এসেছেন। আর মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারব।”
অগাস্ট মাসেই গড়ফাতে দ্বিতীয় শ্রমজীবী ক্যান্টিন চালু করা হয়েছিল । মাত্র কুড়ি টাকার বিনিময়ে পেট ভরে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানেও । যাদবপুরের পর গড়ফাতেও শ্রমজীবী ক্যান্টিন চালু হওয়ার পর সুজন চক্রবর্তী বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন থেকে খাবার বণ্টনের ব্যবস্থা করা হবে ।
আরও পড়ুন : সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে 450 জনের খাবার বিলি যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে