ETV Bharat / state

গুলির ক্ষত নিয়ে মাধ্যমিক পরীক্ষা দাড়িভিটের বিপ্লবের - appear in madhyamik

মাধ্যমিক পরীক্ষায় বসল দাড়িভিট আন্দোলনে আহত বিপ্লব সরকার।

বন্ধুদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে বিপ্লব সরকার
author img

By

Published : Feb 12, 2019, 9:30 PM IST

রায়গঞ্জ, ১২ ফেব্রুয়ারি : দাড়িভিট স্কুলে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছিল সে। সেই 'ক্ষত' নিয়েই আজ মাধ্যমিক পরীক্ষায় বসল দাড়িভিট হাইস্কুলের ছাত্র বিপ্লব সরকার। এবছর দাড়িভিট বিদ্যালয় থেকে মোট ২৫৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।

দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের। CBI তদন্তের দাবিতে দীর্ঘ দু'মাস স্কুল বন্ধ রাখে নিহতের পরিবার। অনিশ্চিত হয়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। অবশেষে মহকুমাশাসক সর্বদলীয় বৈঠক করে স্কুল খোলার সিদ্ধান্ত নেন। ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেছে দাড়িভিট হাইস্কুলের পরীক্ষার্থীরা। এই পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিপ্লব সরকারও।

গতবছরের ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় পায়ে গুলি লাগে বিপ্লব সরকারের। দীর্ঘ চিকিৎসার পর সে আজ ইসলামপুর পাচিরথি হাইস্কুলে পরীক্ষা দিতে আসে। তবে, এখনও তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়নি। পরবর্তীকালে আবার তার পায়ের অস্ত্রোপচার হতে পারে।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে বিপ্লব বলে, গুলিবিদ্ধ হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে অনেক অসুবিধা হয়েছে। যেরকম ভেবেছিল, সেরকম প্রস্তুতি নিতে পারেনি। তার কথায়, "হয়তো আমার সঙ্গে ওরকম ঘটনা না হলে পরীক্ষা আরও ভালো হত।"

undefined

রায়গঞ্জ, ১২ ফেব্রুয়ারি : দাড়িভিট স্কুলে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছিল সে। সেই 'ক্ষত' নিয়েই আজ মাধ্যমিক পরীক্ষায় বসল দাড়িভিট হাইস্কুলের ছাত্র বিপ্লব সরকার। এবছর দাড়িভিট বিদ্যালয় থেকে মোট ২৫৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।

দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের। CBI তদন্তের দাবিতে দীর্ঘ দু'মাস স্কুল বন্ধ রাখে নিহতের পরিবার। অনিশ্চিত হয়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। অবশেষে মহকুমাশাসক সর্বদলীয় বৈঠক করে স্কুল খোলার সিদ্ধান্ত নেন। ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেছে দাড়িভিট হাইস্কুলের পরীক্ষার্থীরা। এই পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিপ্লব সরকারও।

গতবছরের ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় পায়ে গুলি লাগে বিপ্লব সরকারের। দীর্ঘ চিকিৎসার পর সে আজ ইসলামপুর পাচিরথি হাইস্কুলে পরীক্ষা দিতে আসে। তবে, এখনও তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়নি। পরবর্তীকালে আবার তার পায়ের অস্ত্রোপচার হতে পারে।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে বিপ্লব বলে, গুলিবিদ্ধ হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে অনেক অসুবিধা হয়েছে। যেরকম ভেবেছিল, সেরকম প্রস্তুতি নিতে পারেনি। তার কথায়, "হয়তো আমার সঙ্গে ওরকম ঘটনা না হলে পরীক্ষা আরও ভালো হত।"

undefined
New Delhi, Feb 11 (ANI): A Twitter team along with India representatives arrived at Parliament to appear before Parliamentary Committee on Information Technology today. However, the committee passed a unanimous decision to not meet any Twitter officials until senior members or CEO of the Twitter Global team depose before the Committee. 15 days deadline has been given to Twitter. The committee has asked Twitter to examine issue of safeguarding citizens' rights on social news media platforms.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.