ETV Bharat / state

কেন্দ্রের ছাড় মিলতে রায়গঞ্জে শুরু 100 দিনের কাজ

লকডাউনে বন্ধ ছিল। কেন্দ্রের নির্দেশে ফের রায়গঞ্জে শুরু হয়ে গেল 100 দিনের কাজ।

100-day work started in Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : Apr 21, 2020, 10:50 PM IST

রায়গঞ্জ, 21 এপ্রিল: 100 দিনের কাজের ছাড়পত্র মিলল কেন্দ্রীয় সরকারের তরফে। সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্পের কাজ শুরু হয়ে গেল রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়।

লকডাউনের ফলে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। চরম সমস্যায় পড়েছিলেন শ্রমজীবী মানুষ। এবার কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশে 100 দিনের কাজ ফের শুরু হওয়ায় কিছুটা হলেও সংকটমুক্তি ঘটতে চলেছে দিন আনা, দিন খাওয়া মানুষের। এমনটাই আশা করা হচ্ছে। মঙ্গলবার রায়গঞ্জের কুলিক নদীর বাঁধ সংস্কারের জন্য 100 দিনের কাজ শুরু করল রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েত। জবকার্ড আছে এমন 280 জন 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের চারটি সংসদে মঙ্গলবার কাজ করা শুরু করলেন। পিরোজপুর, পশ্চিম কর্ণজোড়া, উদয়পুর ও বীজগ্রাম সংসদে সামাজিক দূরত্ব বজায় রেখেই বাঁধ সংস্কারের কাজ শুরু হয় আজ। দীর্ঘদিন পর শুরু হওয়া 100 দিনের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস, উপপ্রধান অনন্যা মজুমদার ও 100 দিনের কাজের সুপারভাইজার।

100-day work started in Raiganj
রায়গঞ্জে শুরু 100 দিনের কাজ।

এই বিষয়ে 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানান, "এখন 280 জন কাজ করছেন। সরকারি নির্দেশিকা মেনেই এদিন থেকে কাজ শুরু হল।"

দীপক বর্মণ নামে এক 100 দিনের কাজের শ্রমিক বলেন, "লকডাউনের ফলে রোজগারের পথ ছিল না। 100 দিনের কাজ শুরু হওয়ায় কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল।"

রায়গঞ্জ, 21 এপ্রিল: 100 দিনের কাজের ছাড়পত্র মিলল কেন্দ্রীয় সরকারের তরফে। সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্পের কাজ শুরু হয়ে গেল রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়।

লকডাউনের ফলে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। চরম সমস্যায় পড়েছিলেন শ্রমজীবী মানুষ। এবার কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশে 100 দিনের কাজ ফের শুরু হওয়ায় কিছুটা হলেও সংকটমুক্তি ঘটতে চলেছে দিন আনা, দিন খাওয়া মানুষের। এমনটাই আশা করা হচ্ছে। মঙ্গলবার রায়গঞ্জের কুলিক নদীর বাঁধ সংস্কারের জন্য 100 দিনের কাজ শুরু করল রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েত। জবকার্ড আছে এমন 280 জন 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের চারটি সংসদে মঙ্গলবার কাজ করা শুরু করলেন। পিরোজপুর, পশ্চিম কর্ণজোড়া, উদয়পুর ও বীজগ্রাম সংসদে সামাজিক দূরত্ব বজায় রেখেই বাঁধ সংস্কারের কাজ শুরু হয় আজ। দীর্ঘদিন পর শুরু হওয়া 100 দিনের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস, উপপ্রধান অনন্যা মজুমদার ও 100 দিনের কাজের সুপারভাইজার।

100-day work started in Raiganj
রায়গঞ্জে শুরু 100 দিনের কাজ।

এই বিষয়ে 13 নম্বর কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানান, "এখন 280 জন কাজ করছেন। সরকারি নির্দেশিকা মেনেই এদিন থেকে কাজ শুরু হল।"

দীপক বর্মণ নামে এক 100 দিনের কাজের শ্রমিক বলেন, "লকডাউনের ফলে রোজগারের পথ ছিল না। 100 দিনের কাজ শুরু হওয়ায় কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.