ETV Bharat / state

Krishna Kalyani: বাবুলের পথেই কৃষ্ণ কল্যাণী ? বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক - বাবুল সুপ্রিয় তৃণমূলে

বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পথ ধরেই কি এ বার দলবদল করতে চলেছেন রায়গঞ্জের (Raiganj BJP MLA) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)? সে রকমই ইঙ্গিত মিলেছে বিজেপি বিধায়কের কাছ থেকে ৷

after babul supriyo now raiganj bjp mla Krishna Kalyani may change his party
বাবুলের পথেই কৃষ্ণ কল্যাণী ? বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক
author img

By

Published : Sep 19, 2021, 8:00 PM IST

রায়গঞ্জ, 19 সেপ্টেম্বর: আবারও ভাঙন ধরতে চলেছে বিজেপিতে ? বাবুল সুপ্রিয়র দলবদলের পর বেসুরো গাইছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ প্রয়োজন হলে তিনিও অন্য কিছু ভাববেন বলে ইঙ্গিত দিয়েছেন ৷

রবিবার তাঁর রায়গঞ্জের অফিসে বসে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূলে অন্তর্ভুক্তি নিয়ে বলেন, "এখন দেখতে হবে কে কোথায় অসম্মানিত বোধ করছেন ! কে গুরুত্ব পাচ্ছেন না ! এ গুলো দেখার বিষয় । আর যাঁরা দল ছাড়ছেন, তাঁরা এই সমস্ত সিদ্ধান্ত থেকেই দল ছেড়ে চলে যাচ্ছেন ৷"

আরও পড়ুন: Suman-Babul : কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

তিনি নিজেও নানা কারণে দলের সমস্ত কার্যকলাপ থেকে বিরত রয়েছেন বলে জানান বিজেপি বিধায়ক । তাঁর দাবি মানার জন্য তিনি দলকে যথেষ্ট সময় দিয়েছেন বলেও জানান । সময় মতো কাজ না-হলে তিনি নিজেও অন্য কিছু ভাববেন বলে হুঁশিয়ারির সুরে বলেছেন কৃষ্ণ কল্যাণী ।

আরও পড়ুন: Babul Supriya : প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

বিজেপি বিধায়কের এই হুঙ্কারকে কাজে লাগাতেই তৃণমূল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে । জানা গিয়েছে, তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : Babul Supriyo-Dilip Ghosh : বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট, তীব্র কটাক্ষ দিলীপের

রায়গঞ্জ, 19 সেপ্টেম্বর: আবারও ভাঙন ধরতে চলেছে বিজেপিতে ? বাবুল সুপ্রিয়র দলবদলের পর বেসুরো গাইছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ প্রয়োজন হলে তিনিও অন্য কিছু ভাববেন বলে ইঙ্গিত দিয়েছেন ৷

রবিবার তাঁর রায়গঞ্জের অফিসে বসে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূলে অন্তর্ভুক্তি নিয়ে বলেন, "এখন দেখতে হবে কে কোথায় অসম্মানিত বোধ করছেন ! কে গুরুত্ব পাচ্ছেন না ! এ গুলো দেখার বিষয় । আর যাঁরা দল ছাড়ছেন, তাঁরা এই সমস্ত সিদ্ধান্ত থেকেই দল ছেড়ে চলে যাচ্ছেন ৷"

আরও পড়ুন: Suman-Babul : কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

তিনি নিজেও নানা কারণে দলের সমস্ত কার্যকলাপ থেকে বিরত রয়েছেন বলে জানান বিজেপি বিধায়ক । তাঁর দাবি মানার জন্য তিনি দলকে যথেষ্ট সময় দিয়েছেন বলেও জানান । সময় মতো কাজ না-হলে তিনি নিজেও অন্য কিছু ভাববেন বলে হুঁশিয়ারির সুরে বলেছেন কৃষ্ণ কল্যাণী ।

আরও পড়ুন: Babul Supriya : প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

বিজেপি বিধায়কের এই হুঙ্কারকে কাজে লাগাতেই তৃণমূল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে । জানা গিয়েছে, তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : Babul Supriyo-Dilip Ghosh : বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট, তীব্র কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.