রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর : BJP কর্মী অনুপ রায়ের মায়ের অভিযোগের ভিত্তিতে পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে খুন এবং অপহরণের মামলা রুজু করল ইটাহার থানা । পাশাপাশি অনুপ রায়ের মৃতদেহ দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত । দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে । সেখানে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে ।
2 সেপ্টেম্বর ইটাহারে নন্দনগ্রামের বাসিন্দা অনুপ রায় নামে এক BJP কর্মীকে পুলিশ পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ । রায়গঞ্জ থানার হেপাজতে BJP কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ তুলে রীতিমতো আন্দোলন শুরু করেন BJP কর্মীরা । যদিও পুলিশের দাবি, 28 অগাস্ট একটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল । তাদের জিজ্ঞাসাবাদ করে অনুপ রায়ের নাম উঠে আসে । তাই অনুপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল রায়গঞ্জ থানায় । তারপর সে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । পুলিশের দাবি , তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে । রাজ্য থেকে জেলা BJP নেতৃত্বের অভিযোগ , পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতেই রাতের অন্ধকারে পরিবারকে না জানিয়ে ময়নাতদন্ত করে । ঘটনায় ক্ষুব্ধ BJP নেতৃত্ব রায়গঞ্জ আদালতের দ্বারস্থ হয়েছিল । পাশাপাশি, তাঁর মা গীতা রায় বারবার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ জানাচ্ছিলেন । এরপরই ইটাহার থানায় পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ জানান গীতাদেবী । এছাড়া , দ্বিতীয়বারের জন্য অনুপের মৃতদেহের ময়নাতদন্তের দাবি করা হয়েছিল । তিনি রায়গঞ্জ আদালতে আবেদন করেন । শেষপর্যন্ত অনুপ রায়ের পরিবারের দাবি মেনে ইটাহার থানা অভিযোগ দায়ের করে ।
এবিষয়ে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং বলেন , "রায়গঞ্জ থানার অন্তর্গত এলাকায় একটি ডাকাতি হয়েছিল । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল । তাদের থেকে জানা যায় , চক্রের মাথা অনুপ রায় । তাকে গ্রেপ্তার করা হয় । অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । তারপর তাঁর মৃত্যু হয় । কিন্তু , তাঁর মায়ের অভিযোগ ছিল পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে । সেই অনুযায়ী , তিনি ইটাহার থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্ত চলছে । "
পাশাপাশি মৃতদেহ দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত । চিকিৎসকদের পাঁচ সদস্যের কমিটি ও পুরো ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দেওয়া হয়েছে । সেই নির্দেশেই আজ সকাল থেকে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয় । এখনও তা চলছে ।
আরও পড়ুন , পুনরায় অনুপ রায়ের মৃতদেহের ময়নাতদন্ত দাবি, রায়গঞ্জে অবরোধ BJP-র
পুনরায় ময়নাতদন্তের নির্দেশকে নৈতিক জয় হিসেবে দেখছেন জেলা BJP নেতৃত্ব । এবিষয়ে BJP-র উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের মধ্যে অন্যতম তথা আইনজীবী গোপাল মজুমদার বলেন, মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে অপহরণ ও হত্যার মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হচ্ছে ।
প্রশাসন পুনরায় ময়নাতদন্তের দাবি মেনে নেওয়ায় খুশি BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, একটা 100 টাকার বান্ডিলে 100টাই টাকা থাকবে । 101 থাকবে না । দ্বিতীয় ময়নাতদন্ত হলে কি বা আসে যায় ।