রায়গঞ্জ, 16 এপ্রিল: বালুরঘাটে তিন আদিবাসী মহিলার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে সোমবার 12 ঘণ্টা বাংলা বনধের ডাক দিল আদিবাসী সেঙ্গেল অভিযান । সংগঠনের পক্ষ থেকে শনিবার থেকেই বনধ নিয়ে প্রচার শুরু হয়েছে উত্তর দিনাজপুরে । তবে আদিবাসীরা বনধ ডাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । এই বনধ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না করায় ব্যবসায়ীরা কী করবেন, তার সিদ্ধান্ত নিতে পারেননি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি ব্যবসায়ীদের উপর ছেড়ে দিয়েছেন তাঁরা ।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে তিন আদিবাসী মহিলা দণ্ডি কেটে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । আদিবাসী মহিলাদের উপর ন্যক্কারজনক এই অত্যাচারের এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে । বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় আদিবাসী (এসটি) কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । আদিবাসীদের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে ওই ঘটনার তীব্র প্রতিবাদ করছে । আদিবাসী সেঙ্গেল অভিযানেও তার থেকে বাদ যায়নি ৷ তাদের পক্ষ থেকে সোমবার 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হল । রায়গঞ্জের আদিবাসী বিদ্রোহকে মনে করে ব্যবসায়ী সংগঠন বনধের বিরোধিতার পথে হাঁটতে চাইছে না । বনধ নিয়ে রাজ্য সরকার এখন পর্যন্ত অবস্থান স্পষ্ট করেনি ৷ ফলে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসায়ী মহলে ।
এই বিষয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, বনধের দিনে তাদের কোনও নির্দেশ দেওয়া হয় না । পরিস্থিতি বিচার করে ব্যাবসায়ীরা নিজ নিজ সিদ্ধান্ত নেন । অন্যদিকে আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি দুর্গা মুর্মু জানান, দলবদলকে কেন্দ্র করে আদিবাসী তিন মহিলাকে দিয়ে দণ্ডি কাটানো হয়েছে ৷ এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শান্তি দিতে হবে ৷ পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের হাফতিয়াগছে চা বাগানে অবস্থিত আদিবাসীদের জোর করে উচ্ছেদ করা হচ্ছে । তাদের উচ্ছেদ করা বন্ধ করতে হবে ৷ তার সঙ্গে ওই এলাকার আদিবাসীদের পাট্টা দিতে হবে ।
এইসব দাবি-দাওয়া নিয়ে 17 এপ্রিল 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে বলে জানান দুর্গা মুর্মু । তিনি আরও বলেন, "বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তাতে তৃণমূল সরকারকে ধিক্কার জানানোর জন্য আমাদের এই বাংলা বনধ । বালুরঘাটের ঘটনায় মূল অভিযুক্তকে কেন আড়াল করা হচ্ছে ? তাকে বাদ দিয়ে অন্য কাউকে ধরা হচ্ছে ৷ তাকে যেন ধরা হয় ৷ তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের নামবে আদিবাসী সমাজ ।"
আরও পড়ুন: এক কিমি দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে যোগ চার আদিবাসী মহিলার