রায়গঞ্জ, ২৪ মার্চ : রায়গঞ্জে লোকসভা নির্বাচনের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হল গতকাল থেকে। রায়গঞ্জ মহকুমার সারদা বিদ্যামন্দির, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে প্রশিক্ষণ চলে। যে ভোটকর্মীরা প্রশিক্ষণে উপস্থিত হননি, তাঁদের শোকজ় করা হবে বলে জানান জেলাশাসক তথা জেলা পোলিং অফিসার অরবিন্দ মিনা।
গতকাল মূলত প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারদের প্রশিক্ষণ নেওয়া হয়। আজ একই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে। দুই দিন ধরে চলবে প্রশিক্ষণ।
অরবিন্দবাবু জানান, যারা গতকালের প্রশিক্ষণে উপস্থিত হননি তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইনে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "গতকাল ৯৫ শতাংশ ভোটকর্মী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। মাত্র ৫ শতাংশ ভোটকর্মী উপস্থিত ছিলেন না। যারা উপস্থিত ছিলেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
রায়গঞ্জ ছাড়াও ইসলামপুর মহকুমার ইসলামপুর বয়েজ় ও গার্লস কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
জেলায় ৯৯৫৩ জন ভোটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল প্রশিক্ষণে ৫৭০০ জন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ হয়েছে অডিও-ভিসুয়াল প্রেজ়েন্টেশনের মাধ্যমে।