রায়গঞ্জ, 10 নভেম্বর: অজানাকে জানার অদম্য ইচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এর পাশাপাশি রয়েছে ভ্রমণের নেশা। আর এই নেশা মানুষকে টেনে নিয়ে যায় ঘর থেকে দূরে-বহুদূরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নানা ভাষা, নানা জাতির এবং নানা সংস্কৃতি উপলব্ধি করতে এক অজানা টানে পায়ে হেঁটেই সারা ভারত ভ্রমণে (Travelling) বেড়িয়ে পড়েছেন গুজরাতের বাসিন্দা রাহুল গোঁসাই (Gujarat Traveller)।
পায়ে হেঁটে যাত্রা শুরু করলেও রাস্তায় কখনও কেউ যদি গাড়িতে লিফট দেন তাহলে কিছুটা পথ এগিয়ে যেতে সাহায্যও নিয়েছেন এই পদযাত্রী। গত 16 অক্টোবর রাহুল গুজরাত থেকে যাত্রা শুরু করে বাংলার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পৌঁছন বৃহস্পতিবার। আপাতত তাঁর গন্তব্য পাহাড়ি কন্যা কাঞ্চনজঙ্ঘা পর্বত। যাত্রা পথেই উত্তরবঙ্গের এই ছোট্ট শহর রায়গঞ্জে এসে আপ্লুত নরেন্দ্র মোদির রাজ্যের এই বাসিন্দা (A Traveller from Gujarat Travelling India)।
রাহুল জানালেন, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার খাবার অনেক ভালো। সোশাল মিডিয়া থেকে শুরু করে বাংলা সৃষ্টি-কৃষ্টি-সংস্কৃতি গুজরাতের তুলনায় অনেকটাই ভালো বলে মনে করেন সে রাজ্যের বাসিন্দা তথা পদযাত্রী রাহুল। জুয়েলারি ডিজাইনারের পাশাপাশি ফ্রিলান্সারেরও কাজ করেন তিনি। তবে প্রথম থেকেই ভ্রমণের পিপাসা ছিল।
আরও পড়ুন: রাতের মায়াবী আলোতেও শৈলরানিতে ছুটবে টয়ট্রেন
লক্ষ্য, অখণ্ড বর্ণনাতীত সৌন্দর্যময় ভারতের রূপ পরিলক্ষিত করার। সেই লক্ষ্য পূরণেই বেরিয়ে পড়েছেন অজানাকে জানার উদ্দেশ্যে। সবার উদ্দেশ্যেই তাঁর বার্তা প্রতিটা মানুষেরই উচিৎ দেশের নানা প্রান্তের নানা সংস্কৃতিকে জানতে ভ্রমণ করার। শিশু থেকে ছাত্র-ছাত্রীদের কাছেও তাঁর বার্তা ভ্রমণ করা সকলেরই প্রয়োজন।