ETV Bharat / state

আসামীদের খাবার জুগিয়ে টাকা পেলেন না হোটেল মালিক - করনদিঘী থানা

দীর্ঘ ৩৫ বছর ধরে থানার কারাবাসে থাকা আসামীদের খাবার জোগাচ্ছিলেন ছোট্ট একটি হোটেলের মালিক কালাচাঁদ পোদ্দার । তিন বছর ধরে টাকা পাননি ৷ বকেয়া টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা । টাকা আদায়ের জন্য মহকুমাশাসক থেকে জেলাশাসকের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি ৷

karandighi police station
karandighi police station
author img

By

Published : Apr 18, 2021, 4:39 PM IST

রায়গঞ্জ, ১৮ এপ্রিল : দীর্ঘ ৩৫ বছর ধরে করণদিঘি থানার কারাবাসে থাকা আসামীদের খাবার জোগাচ্ছিলেন কালাচাঁদ পোদ্দার ৷ একটি ছোট্ট হোটেলের মালিক তিনি ৷ প্রায় তিন বছর ধরে তাঁকে তাঁর কষ্টার্জিত অর্থ দেয়নি করণদিঘি থানা কর্তৃপক্ষ ৷ খাবার সরবরাহের বকেয়া টাকার পরিমাণ দাড়িয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা । তাই বাধ্য হয়ে আসামীদের খাবার জোগান দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি ৷

এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন ওই হোটেলের মালিক ৷ তিনি জানান , 35 বছর আগে ভাত, ডাল, সবজি, ও ভাজা সহকারে প্রতি প্লেট খাবারের মূল্য ধার্য্য ছিল ৪ টাকা ৫০ পয়সা । ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর এই একই মূল্যে খাবার সরবরাহ করে আসছিলেন তিনি । জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হওয়ায় ২০১৫ সালের পর থেকে এই খাবারের ধার্য্য মূল্য করা হয় ১৬ টাকা ৫০ পয়সা ৷ ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত করণদিঘি থানার আসামীদের প্রতিদিন দু’বেলা করে খাবার সরবরাহ করেছেন কালাচাঁদ পোদ্দার । কিন্তু , 2016 সাল থেকে এক টাকাও তাঁকে দেয়নি সংশ্লিষ্ট থানা ৷

আসামীদের খাদ্য সরবরাহ করার মূল্য পেলেন না ছোট্ট হোটেল মালিক

তাই বাধ্য হয়ে তিনি ওই থানাতে আসামীদের খাদ্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছিলেন ৷ এই বকেয়া টাকা উদ্ধারের জন্য কালাচাঁদ বাবু মহকুমাশাসক থেকে জেলাশাসক সকলের দ্বারস্থ হয়েছেন ৷ টাকা ফেরতের আশ্বাস দেয়নি তাঁকে কেউই ৷ এক টাকাও পাননি তিনি ৷ আদৌ তিনি তাঁর টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কালাচাঁদবাবু ৷

রায়গঞ্জ, ১৮ এপ্রিল : দীর্ঘ ৩৫ বছর ধরে করণদিঘি থানার কারাবাসে থাকা আসামীদের খাবার জোগাচ্ছিলেন কালাচাঁদ পোদ্দার ৷ একটি ছোট্ট হোটেলের মালিক তিনি ৷ প্রায় তিন বছর ধরে তাঁকে তাঁর কষ্টার্জিত অর্থ দেয়নি করণদিঘি থানা কর্তৃপক্ষ ৷ খাবার সরবরাহের বকেয়া টাকার পরিমাণ দাড়িয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা । তাই বাধ্য হয়ে আসামীদের খাবার জোগান দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি ৷

এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন ওই হোটেলের মালিক ৷ তিনি জানান , 35 বছর আগে ভাত, ডাল, সবজি, ও ভাজা সহকারে প্রতি প্লেট খাবারের মূল্য ধার্য্য ছিল ৪ টাকা ৫০ পয়সা । ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর এই একই মূল্যে খাবার সরবরাহ করে আসছিলেন তিনি । জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হওয়ায় ২০১৫ সালের পর থেকে এই খাবারের ধার্য্য মূল্য করা হয় ১৬ টাকা ৫০ পয়সা ৷ ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত করণদিঘি থানার আসামীদের প্রতিদিন দু’বেলা করে খাবার সরবরাহ করেছেন কালাচাঁদ পোদ্দার । কিন্তু , 2016 সাল থেকে এক টাকাও তাঁকে দেয়নি সংশ্লিষ্ট থানা ৷

আসামীদের খাদ্য সরবরাহ করার মূল্য পেলেন না ছোট্ট হোটেল মালিক

তাই বাধ্য হয়ে তিনি ওই থানাতে আসামীদের খাদ্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছিলেন ৷ এই বকেয়া টাকা উদ্ধারের জন্য কালাচাঁদ বাবু মহকুমাশাসক থেকে জেলাশাসক সকলের দ্বারস্থ হয়েছেন ৷ টাকা ফেরতের আশ্বাস দেয়নি তাঁকে কেউই ৷ এক টাকাও পাননি তিনি ৷ আদৌ তিনি তাঁর টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কালাচাঁদবাবু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.