রায়গঞ্জ, 14 মে : লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 1 জনের ৷ গুরুতর আহত আরও ৪ জন । শুক্রবার ভোরে দুর্ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার নাকোল এলাকার 34 নম্বর জাতীয় সড়কে ।
স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।দুর্ঘটনার জেরে নাকোল এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয় ৷ পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় ।
আরও পড়ুন : স্পুটনিক ভি টিকাকরণ শুরু; কত দাম ? কোভিশিল্ড-কোভ্যাক্সিনের সঙ্গে কী ফারাক ?
দুর্ঘটনাগ্রস্ত লড়ি ও পিকআপ ভ্যানটিকে আটক করে করণদিঘি থানার পুলিশ । পিকআপ ভ্যানের চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ।