ETV Bharat / state

HIV পজ়িটিভদের ত্রাণ বিলি রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থার - লকডাউন

HIV-র মতো কঠিন রোগে আক্রান্ত অনেকেই । তাই এই লকডাউন পরিস্থিতিতে যাতে খাদ্যের কোনও সমস্যা না হয় তার জন্য তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রায়গঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা ।

Relief to HIV Patients
HIV রোগীদের ত্রাণ বিলি
author img

By

Published : Apr 7, 2020, 12:41 PM IST

রায়গঞ্জ, 7 এপ্রিল : লকডাউনের জেরে অনেকের সংসারেই খাদ্যের অভাব দেখা দিয়েছে । ফলে সমস্যায় পড়ছে অনেকে । সবথেকে বেশি সমস্যার মুখে পড়ছে বিভিন্ন কঠিন রোগে আক্রান্তরা । এরকমই একটি কঠিন রোগ হল HIV । তাই এই পরিস্থিতিতে যাতে কোনওভাবেই পুষ্টির অভাব না হয় তা নিশ্চিত করতে HIV পজ়িটিভ মানুষদের খাদ্যসামগ্রী তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

আজ রায়গঞ্জের বিননগরে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা HIV পজ়িটিভ 10 জনের হাতে চাল, আলু, সরষের তেল, বিস্কুট-সহ একাধিক খাদ্যসামগ্রী তুলে দেয় । পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে মোট 144 টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় বলে সংস্থার তরফে জানানো হয়েছে । একইসঙ্গে তারা এই কাজে অন্যান্যদেরও এগিয়ে আসতে বার্তা দেয় ।

সংস্থার সদস্য জগবন্ধু হাজরা বলেন, "আমরা HIV পজ়িটিভ ও জেলার মোট 144 টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছি । লকডাউন চলাকালীন যদি তাদের আরও কিছু প্রয়োজন হয় তবে অবশ্যই সাহায্ করব । এই বিপদের সময় আমরা তাদের পাশে আছি ।"

রায়গঞ্জ, 7 এপ্রিল : লকডাউনের জেরে অনেকের সংসারেই খাদ্যের অভাব দেখা দিয়েছে । ফলে সমস্যায় পড়ছে অনেকে । সবথেকে বেশি সমস্যার মুখে পড়ছে বিভিন্ন কঠিন রোগে আক্রান্তরা । এরকমই একটি কঠিন রোগ হল HIV । তাই এই পরিস্থিতিতে যাতে কোনওভাবেই পুষ্টির অভাব না হয় তা নিশ্চিত করতে HIV পজ়িটিভ মানুষদের খাদ্যসামগ্রী তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

আজ রায়গঞ্জের বিননগরে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা HIV পজ়িটিভ 10 জনের হাতে চাল, আলু, সরষের তেল, বিস্কুট-সহ একাধিক খাদ্যসামগ্রী তুলে দেয় । পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে মোট 144 টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় বলে সংস্থার তরফে জানানো হয়েছে । একইসঙ্গে তারা এই কাজে অন্যান্যদেরও এগিয়ে আসতে বার্তা দেয় ।

সংস্থার সদস্য জগবন্ধু হাজরা বলেন, "আমরা HIV পজ়িটিভ ও জেলার মোট 144 টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছি । লকডাউন চলাকালীন যদি তাদের আরও কিছু প্রয়োজন হয় তবে অবশ্যই সাহায্ করব । এই বিপদের সময় আমরা তাদের পাশে আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.