ETV Bharat / state

রায়গঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ স্বামীর সঙ্গে বাইকে করে যাওয়া সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের ধাক্কা মারে ৷ ধাক্কার জেরে রাস্তায় পড়ে যান রানু বিবি নামে ওই মহিলা ৷ সেই সময় ট্রাক্টরটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায় ৷

a lady died in a road accident in raiganj north dinajpur
রায়গঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক মহিলার
author img

By

Published : Jun 7, 2021, 5:45 PM IST

রায়গঞ্জ, 7 জুন : বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঝিটকিয়া এলাকায় । মৃত ওই গৃহবধূর নাম রানু বিবি ৷ বাড়ি মালদা জেলার চাঁচলের উত্তর বসন্তপুর গ্রামে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে । ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ । ঘটনার পর থেকে পলাতক ট্রাক্টারের চালক ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার চাঁচল এলাকার উত্তর বসন্তপুর গ্রামের বাসিন্দা মহম্মদ হাকিম বাইকে করে তাঁর স্ত্রী রানু বিবি ও মেয়েকে নিয়ে রায়গঞ্জ থানার ধোয়ারুই গ্রামে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন । ঝিটকিয়া গ্রামে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ ঘটনায় রানু বিবি বাইক থেকে পড়ে যান এবং ট্রাক্টারটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রানু বিবির । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩

এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনার পরই পালিয়ে যায় ট্রাক্টরের চালক । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ ।
আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , আহত 15

রায়গঞ্জ, 7 জুন : বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঝিটকিয়া এলাকায় । মৃত ওই গৃহবধূর নাম রানু বিবি ৷ বাড়ি মালদা জেলার চাঁচলের উত্তর বসন্তপুর গ্রামে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে । ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ । ঘটনার পর থেকে পলাতক ট্রাক্টারের চালক ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার চাঁচল এলাকার উত্তর বসন্তপুর গ্রামের বাসিন্দা মহম্মদ হাকিম বাইকে করে তাঁর স্ত্রী রানু বিবি ও মেয়েকে নিয়ে রায়গঞ্জ থানার ধোয়ারুই গ্রামে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন । ঝিটকিয়া গ্রামে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ ঘটনায় রানু বিবি বাইক থেকে পড়ে যান এবং ট্রাক্টারটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রানু বিবির । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩

এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনার পরই পালিয়ে যায় ট্রাক্টরের চালক । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ ।
আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , আহত 15

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.