ETV Bharat / state

জীব সেবাই ব্রত, সারমেয়দের আহারের ব্যবস্থা রায়গঞ্জের মাছ বিক্রেতার - corona

পথ কুকুরদের খাওয়াতে প্রতিদিন 10 কেজি চালের ভাত ও খানিকটা মাংস দিয়ে তৈরি খাবার তৈরি করছেন রায়গঞ্জের খুচরো মাছ বিক্রেতা । প্রতিদিন রাতে সারমেয়দের খাওয়াতে বেরোচ্ছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ।

aa
তপন সাহা
author img

By

Published : Apr 6, 2020, 3:57 PM IST

রায়গঞ্জ, 6 এপ্রিল: পেশায় খুচরো মাছ বিক্রেতা । বর্তমানে লকডাউনের পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন । তবুও জীব সেবা থেকে পিছু হটতে নারাজ রায়গঞ্জের তপন সাহা ও তাঁর পরিবার। প্রতিদিন 10 কেজি চালের ভাত ও খানিকটা মাংস দিয়ে তৈরি খাবার বানিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রায়গঞ্জের রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পথ কুকুরদের পাত পেড়ে খাওয়াচ্ছেন তিনি । তাঁর কথায়, " মানুষ তো যেভাবেই হোক নিজেদের পেট ভরতে সক্ষম হচ্ছে । বিভিন্ন হোটেল রেস্তরাঁ বন্ধ থাকায় খাবার পাচ্ছে না পথ কুকুররা । তাই ওদের মুখে খাবার তুলে দিতেই আমার এই ছোট্টো প্রচেষ্টা ।

অনেক দিন ধরেই ব্যবসা করছেন রায়গঞ্জের মোহনবাটি বাজারের খুচরো মাছ বিক্রেতা তপন সাহা । তবে বর্তমানে লকডাউনের কারণে ব্যবসায় মন্দা রয়েছে । আর্থিকভাবেও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাঁকে । কিন্তু তাতে কী? নিজের পরিবারের পেট চালিয়ে নিতে পারছেন কোনওভাবে । পাশাপাশি রাস্তায় থাকা জীবদের পাশে দাঁড়ানোর বিবেক থেকেই স্বল্প আয়ের থেকেই কিছুটা পয়সা বাঁচিয়ে রাখছেন তিনি । সাধ্যমতো প্রতিদিন পথ কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা । বর্তমানে প্রশাসনের নিয়ম অনুযায়ী সারাদিন ঠেলায় করে মাছ নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মাছ বিক্রি করছেন তপনবাবু । সারাদিন খাটুনির পরও বাড়ি ফিরে বিশ্রামের অবসরটুকুও নিচ্ছেন না । ব্যস্ত হয়ে পড়ছেন সারমেয়দের খাবার তৈরিতে ।

aa
রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন তপনবাবু

প্রতিদিনই প্রায় 10 কেজি চালের ভাত এবং খানিকটা মাংস রান্না করছেন । তারপর তা নিয়ে স্ত্রী, ভাইঝি, ছেলে, দাদা, ভাইয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন রাস্তায় । সামাজিক দূরত্ব মেনে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা পথ কুকুরদের কাছে গিয়ে খাবারের দিয়ে আসছেন । যদিও সম্পূর্ণ প্রচারবিমুখ তিনি । কোনওভাবেই ক্যামেরার সামনে কিছু বলতে চান না । অনুরোধ করায় তাঁর বক্তব্য, " আমরা মানুষরা যেভাবেই হোক কিছু না কিছু খাবার জোগাড় করতে পারছি । কিন্তু এই মুহূর্তে লকডাউনের জন্য কোনওভাবেই কুকুরদের খাওয়ার কোনও ব্য়বস্থা হচ্ছে না । সব দোকানপাটও বন্ধ । মানুষও রাস্তায় কম বেরোচ্ছে । তাই পথ কুকুররা যাতে অভুক্ত না থাকে তাই প্রতিদিন 10 কেজি চালের ভাত এবং অল্প কিছু মাংস সহযোগে খাওয়ার বন্দোবস্ত করেছি ।"

রায়গঞ্জ, 6 এপ্রিল: পেশায় খুচরো মাছ বিক্রেতা । বর্তমানে লকডাউনের পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন । তবুও জীব সেবা থেকে পিছু হটতে নারাজ রায়গঞ্জের তপন সাহা ও তাঁর পরিবার। প্রতিদিন 10 কেজি চালের ভাত ও খানিকটা মাংস দিয়ে তৈরি খাবার বানিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রায়গঞ্জের রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পথ কুকুরদের পাত পেড়ে খাওয়াচ্ছেন তিনি । তাঁর কথায়, " মানুষ তো যেভাবেই হোক নিজেদের পেট ভরতে সক্ষম হচ্ছে । বিভিন্ন হোটেল রেস্তরাঁ বন্ধ থাকায় খাবার পাচ্ছে না পথ কুকুররা । তাই ওদের মুখে খাবার তুলে দিতেই আমার এই ছোট্টো প্রচেষ্টা ।

অনেক দিন ধরেই ব্যবসা করছেন রায়গঞ্জের মোহনবাটি বাজারের খুচরো মাছ বিক্রেতা তপন সাহা । তবে বর্তমানে লকডাউনের কারণে ব্যবসায় মন্দা রয়েছে । আর্থিকভাবেও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাঁকে । কিন্তু তাতে কী? নিজের পরিবারের পেট চালিয়ে নিতে পারছেন কোনওভাবে । পাশাপাশি রাস্তায় থাকা জীবদের পাশে দাঁড়ানোর বিবেক থেকেই স্বল্প আয়ের থেকেই কিছুটা পয়সা বাঁচিয়ে রাখছেন তিনি । সাধ্যমতো প্রতিদিন পথ কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা । বর্তমানে প্রশাসনের নিয়ম অনুযায়ী সারাদিন ঠেলায় করে মাছ নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মাছ বিক্রি করছেন তপনবাবু । সারাদিন খাটুনির পরও বাড়ি ফিরে বিশ্রামের অবসরটুকুও নিচ্ছেন না । ব্যস্ত হয়ে পড়ছেন সারমেয়দের খাবার তৈরিতে ।

aa
রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন তপনবাবু

প্রতিদিনই প্রায় 10 কেজি চালের ভাত এবং খানিকটা মাংস রান্না করছেন । তারপর তা নিয়ে স্ত্রী, ভাইঝি, ছেলে, দাদা, ভাইয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন রাস্তায় । সামাজিক দূরত্ব মেনে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা পথ কুকুরদের কাছে গিয়ে খাবারের দিয়ে আসছেন । যদিও সম্পূর্ণ প্রচারবিমুখ তিনি । কোনওভাবেই ক্যামেরার সামনে কিছু বলতে চান না । অনুরোধ করায় তাঁর বক্তব্য, " আমরা মানুষরা যেভাবেই হোক কিছু না কিছু খাবার জোগাড় করতে পারছি । কিন্তু এই মুহূর্তে লকডাউনের জন্য কোনওভাবেই কুকুরদের খাওয়ার কোনও ব্য়বস্থা হচ্ছে না । সব দোকানপাটও বন্ধ । মানুষও রাস্তায় কম বেরোচ্ছে । তাই পথ কুকুররা যাতে অভুক্ত না থাকে তাই প্রতিদিন 10 কেজি চালের ভাত এবং অল্প কিছু মাংস সহযোগে খাওয়ার বন্দোবস্ত করেছি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.