রায়গঞ্জ, 19 অক্টোবর : নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের ৷ জখম 20 জন যাত্রী ৷ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার খিকিরটোলা এলাকায় ৷ 34 নম্বর জাতীয় সড়কে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এই সরকারি বাসটি ৷
প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন ৷ পরে তাঁদের উদ্ধারকাজে সাহায্য করেন করণদিঘি থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ৷ দ্রুত আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । তবে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ ।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসটি কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি যাচ্ছিল ৷ জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ৷
কমপক্ষে 20 জন যাত্রী আহত হন । বেহাল জাতীয় সড়কের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ অবিলম্বে বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবি তোলেন তাঁরা ।