রায়গঞ্জ, 8 এপ্রিল : শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য ৷ এরই মধ্যে প্রাথমিক স্কুলে নিয়োগের টোপ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে রায়গঞ্জের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি (A accused arrested by CID)। ওই ব্যবসায়ীর নাম কিষাণলাল আগরওয়াল।
সিআইডি সূত্রের খবর, এই চক্রের পিছনে জেলাতে আরও প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। শুক্রবার ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। ধৃত ব্যবসায়ী কিষাণলাল আগরওয়ালের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের 420/468/471/120 বি 34 ধারায় মামলা রুজু করা হয়েছে। সিআইডি তাকে 14 দিনের জন্য নিজেদের হেপাজতে রাখার আবেদন করেছে।
আরও পড়ুন : এসএসসি মামলায় ফের শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা
2016 সালের 1 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রঘুনাথপুরের বাসিন্দা তপন বাগচী কালিয়াগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রে মোট পাঁচজনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিআইডি রায়গঞ্জ শহরের এই ব্যবসায়ী কিষাণলাল আগরওয়ালকে গ্রেফতার করে। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে চিফ্ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় তাকে।