রায়গঞ্জ, 29 অক্টোবর : জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ । চলল গুলি ৷ গুরুতর জখম হন পাঁচজন ৷ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়াগজ এলাকার ঘটনা ৷
চোপড়ার হাপতিয়াগজ এলাকার বাসিন্দা আনোয়ারুল হক ৷ কয়েকমাস ধরে একটি চা বাগানের তিন একর জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর প্রতিবেশীর বিবাদ চলছিল ৷ এরই মধ্যে আনোয়ারুল জমিটি কিনে নেন ৷ এই ঘটনার পর ঝামেলা আরও বেড়ে যায় ৷ স্থানীয় এক ব্যক্তি আলোচনার মাধ্যমে ঝামেলা মেটাতে চাইলেও সফল হননি ৷ আজ সকালে আনোয়ারুল ও তাঁর পরিবারের কয়েকজন ওই জমিতে কাজ করছিলেন ৷ সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে তারা চড়াও হয় ৷ অস্ত্রের আঘাতে ও গুলিতে পাঁচজন জখম হন ৷ তাঁদের চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ গুরুতর অবস্থায় আনোয়ারুলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার পর এলাকায় মোতায়েন পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷
আনোয়ারুল হকের ভাইপো সইদুল হক বলেন, "আমার কাকার পায়ে গুলি লেগেছে । জমি নিয়ে কয়েক বছর ধরেই আমাদের সঙ্গে প্রতিবেশীদের ঝামেলা চলছিল । আজ হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায় ৷ পাঁচজন গুরুতর জখম হয় । "