ETV Bharat / state

চোপড়ায় জমি বিবাদের জেরে চলল গুলি, জখম 5 - চোপড়ার হাপতিয়াগজে গুলিতে জখম পাঁচ

চা বাগানের তিন একর জমি নিয়ে বিবাদের জেরে চলল গুলি ৷ এই ঘটনায় পাঁচজন জখম হন ৷ চোপড়ার ঘটনা ।

চোপড়ায় জমি নিয়ে বিবাদের জেরে চলল গুলি, জখম 5
author img

By

Published : Oct 29, 2019, 12:49 PM IST

Updated : Oct 29, 2019, 2:01 PM IST

রায়গঞ্জ, 29 অক্টোবর : জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ । চলল গুলি ৷ গুরুতর জখম হন পাঁচজন ৷ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়াগজ এলাকার ঘটনা ৷

চোপড়ার হাপতিয়াগজ এলাকার বাসিন্দা আনোয়ারুল হক ৷ কয়েকমাস ধরে একটি চা বাগানের তিন একর জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর প্রতিবেশীর বিবাদ চলছিল ৷ এরই মধ্যে আনোয়ারুল জমিটি কিনে নেন ৷ এই ঘটনার পর ঝামেলা আরও বেড়ে যায় ৷ স্থানীয় এক ব্যক্তি আলোচনার মাধ্যমে ঝামেলা মেটাতে চাইলেও সফল হননি ৷ আজ সকালে আনোয়ারুল ও তাঁর পরিবারের কয়েকজন ওই জমিতে কাজ করছিলেন ৷ সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে তারা চড়াও হয় ৷ অস্ত্রের আঘাতে ও গুলিতে পাঁচজন জখম হন ৷ তাঁদের চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ গুরুতর অবস্থায় আনোয়ারুলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার পর এলাকায় মোতায়েন পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷

আনোয়ারুল হকের ভাইপো সইদুল হক বলেন, "আমার কাকার পায়ে গুলি লেগেছে । জমি নিয়ে কয়েক বছর ধরেই আমাদের সঙ্গে প্রতিবেশীদের ঝামেলা চলছিল । আজ হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায় ৷ পাঁচজন গুরুতর জখম হয় । "

রায়গঞ্জ, 29 অক্টোবর : জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ । চলল গুলি ৷ গুরুতর জখম হন পাঁচজন ৷ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়াগজ এলাকার ঘটনা ৷

চোপড়ার হাপতিয়াগজ এলাকার বাসিন্দা আনোয়ারুল হক ৷ কয়েকমাস ধরে একটি চা বাগানের তিন একর জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর প্রতিবেশীর বিবাদ চলছিল ৷ এরই মধ্যে আনোয়ারুল জমিটি কিনে নেন ৷ এই ঘটনার পর ঝামেলা আরও বেড়ে যায় ৷ স্থানীয় এক ব্যক্তি আলোচনার মাধ্যমে ঝামেলা মেটাতে চাইলেও সফল হননি ৷ আজ সকালে আনোয়ারুল ও তাঁর পরিবারের কয়েকজন ওই জমিতে কাজ করছিলেন ৷ সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে তারা চড়াও হয় ৷ অস্ত্রের আঘাতে ও গুলিতে পাঁচজন জখম হন ৷ তাঁদের চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ গুরুতর অবস্থায় আনোয়ারুলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার পর এলাকায় মোতায়েন পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷

আনোয়ারুল হকের ভাইপো সইদুল হক বলেন, "আমার কাকার পায়ে গুলি লেগেছে । জমি নিয়ে কয়েক বছর ধরেই আমাদের সঙ্গে প্রতিবেশীদের ঝামেলা চলছিল । আজ হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায় ৷ পাঁচজন গুরুতর জখম হয় । "

Intro:রায়গঞ্জ, ২৯ অক্টোবরঃ- চা-বাগানের তিন একর জমি নিয়ে দুই পরিবারে ঝামেলায় চলল গুলি। গুলিতে জখম হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়াগজ এলাকায়। এই ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয়েছে। তারমধ্যে দুজনের হাতে ও পায়ে গুলি লেগেছে। সকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া এলাকায়। দিনে দুপুরে গুলি চালানোর ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরেই এলাকার একটি চা-বাগানের তিন একর জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। নতুন করে চাবাগানের জমি কিনে নেওয়ায় আনোয়ারুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশীর ঝামেলা আরও বেড়ে গিয়েছিল।এই নিয়ে স্থানীয় এলাকাবাসীরা দুই পরিবারের সঙ্গে আলোচনা করে মধ্যস্থতা করতে চাইলেও তা বিফল হয়। এদিন সকালে চা বাগানে নিজেদের জমিতে কাজ করতে শুরু করার সময় হঠাৎ এই আক্রমণ চালায় তার প্রতিবেশী ওই পরিবার। বিভিন্ন ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে চড়াও হয় ওই ব্যক্তিরা। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আনোয়ারুল হকের পায়ে গুলি লাগায় তাকে ভালো চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা।
আনোয়ারুল হকের ভাইপো সইদুল হক বলেন,আমার কাকার পায়ে গুলি লেগেছে। জমি নিয়ে কয়েক বছর ধরেই আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশীদের ঝামেলা চলছিল। আজ অতর্কিতে তারা আমাদের ওপর হামলা চালালে আমাদের 5 জন গুরুতর আহত হয়। আমার হাত ছুঁয়ে গুলি চলে গিয়েছে। আমার কাকার পায়ে গুলি লেগেছে। এছাড়াও আমাদের অন্যান্য কাকারা ও আহত রয়েছে।Body:AjConclusion:Aj
Last Updated : Oct 29, 2019, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.