ইটাহার ও রায়গঞ্জ, 28 অক্টোবর : দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের ৷ আহত আরও 2 জন ৷ একটি দুর্ঘটনা ঘটেছে ইটাহার থানার মারনাই মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে ৷ অপর দুর্ঘটনাটি হয়েছে রায়গঞ্জ থানার রূপাহার এলাকার 34 নম্বর জাতীয় সড়কে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷
উত্তর দিনাজপুরের ইটাহার থানার বাঙার চেকপোস্ট থেকে একটি টোটো তিনজন যাত্রীকে নিয়ে মারনাই ফিরছিল । মারনাই মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরির সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনার পর লরির চালক লরি নিয়ে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় টোটোচালক ও যাত্রীদের ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । মৃত্যু হয় টোটোচালকসহ তিনজনের ৷ এই ঘটনায় মারনাই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় ।
অন্যদিকে, রায়গঞ্জ থানার রূপাহারের 34 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে স্কুটির ধাক্কা লাগে । স্কুটিতে তিনজন ছিলেন ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় দু'জনের । একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় । ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে রায়গঞ্জ থানার পুলিশ । দুটি পৃথক পথ দুঘটনার তদন্ত করছে পুলিশ ।