রায়গঞ্জ, 13 অগস্ট: জমি বিবাদের জেরে অ্যাসিড হামলার ঘটনা ৷ রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকায় । ঘটনায় আহত 4 জনকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 10 শতক জমি নিয়ে এই বিবাদ । গ্রামেরই এক ব্যক্তির কাছ থেকে বাড়ি সমেত 10 শতক জায়গা কেনেন এক পরিবার । গত 1 অগস্ট রেজিস্ট্রিও হয়ে যায় ওই জায়গা । তারপরেও যার কাছ থেকে জায়গা কিনেছিলেন তাঁর সঙ্গে রবিবার অশান্তি বাঁধায় ওই পরিবারের দুই মহিলা । এই ঘটনার প্রতিবাদ করতেই ওই 2 মহিলা, দলবল নিয়ে তাদের উপরে চড়াও হয় এবং অ্যাসিড ছুড়ে মারতে শুরু করে বলে অভিযোগ ।
আরও পড়ুন : চোর সন্দেহে গণপিটুনিতে ব্যক্তির মৃত্যু ! পরিবার-সহ পলাতক মূল অভিযুক্ত
যদিও অভিযুক্ত মহিলার পালটা দাবি, তাঁর স্বামী অন্য এক মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিলেন । তখন তাদের মধ্যে বচসা হয় এবং তাঁর স্বামী তাঁকে মারধর করে । পরবর্তী সময়ে তিনি হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর স্বামী মা ও নতুন মহিলাটিকে নিয়ে চলে যায় । পরে তিনি জানতে পারেন যে সেই বাড়িটি তাঁর স্বামী বিক্রি করে দিয়েছেন । তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সেই বাড়িতেই থাকতে শুরু করেন । তখন উলটে তাঁর ননদ এবং দুষ্কৃতীরা শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ । যদিও অ্যাসিড ছোড়ার ঘটনা স্বীকার করেছেন তিনি ।
গোটা ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । পুরো ঘটনা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ।
আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে