রায়গঞ্জ, 10 জুলাই : জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল তিন যুবতির । আহত আরও ন'জন । মৃতরা হলেন শোভা বর্মণ (24), মান্ডা বর্মণ(20) ও চম্পা বর্মণ (20) । তাদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে ।
আজ কোকরাটুলির নুনিয়ায় জমিতে কাজ করছিলেন প্রায় 35 জন । দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় । কিছুক্ষণ পরই বাজ পড়ে । ঘটনাস্থানে মৃত্যু হয় শোভা বর্মণ, মান্ডা বর্মণ ও চম্পা বর্মণের । আহত ন'জনকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-ndin-01-death-by-lightning-1-wb10021_10072020175639_1007f_1594383999_1081.jpg)
দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বাকিরা মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।