ETV Bharat / state

রায়গঞ্জে বাজ পড়ে মৃত 3 - রায়গঞ্জে বাজ পড়ে মৃত 3

আজ জমিতে কাজ করছিলেন নুনিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা । সেখানেই বাজ পড়ে তিনজনের মৃত্যু হয় ।

বাজ পড়ে মৃত 3
বাজ পড়ে মৃত 3
author img

By

Published : Jul 10, 2020, 6:34 PM IST

Updated : Jul 10, 2020, 6:50 PM IST

রায়গঞ্জ, 10 জুলাই : জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল তিন যুবতির । আহত আরও ন'জন । মৃতরা হলেন শোভা বর্মণ (24), মান্ডা বর্মণ(20) ও চম্পা বর্মণ (20) । তাদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে ।

আজ কোকরাটুলির নুনিয়ায় জমিতে কাজ করছিলেন প্রায় 35 জন । দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় । কিছুক্ষণ পরই বাজ পড়ে । ঘটনাস্থানে মৃত্যু হয় শোভা বর্মণ, মান্ডা বর্মণ ও চম্পা বর্মণের । আহত ন'জনকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা ।

image
আহত 9 জন

দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত তিন

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বাকিরা মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

রায়গঞ্জ, 10 জুলাই : জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল তিন যুবতির । আহত আরও ন'জন । মৃতরা হলেন শোভা বর্মণ (24), মান্ডা বর্মণ(20) ও চম্পা বর্মণ (20) । তাদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে ।

আজ কোকরাটুলির নুনিয়ায় জমিতে কাজ করছিলেন প্রায় 35 জন । দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় । কিছুক্ষণ পরই বাজ পড়ে । ঘটনাস্থানে মৃত্যু হয় শোভা বর্মণ, মান্ডা বর্মণ ও চম্পা বর্মণের । আহত ন'জনকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা ।

image
আহত 9 জন

দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত তিন

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বাকিরা মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

Last Updated : Jul 10, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.