রায়গঞ্জ, 10 জুন: ছাগল চুরির অভিযোগে দুই যুবককে ধরে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সোহরাই মোড় এলাকায় ।পুলিশের সামনে মারধর করার অভিযোগে শ্যামল বর্মন নামে এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই দুই যুবকের নাম পল্লব বিশ্বাস ও গোপাল রবি দাস ৷ দুজনই রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা ।
বুধবার দুপুরে রায়গঞ্জ থানার সোহারই এলাকার বাসিন্দা কল্যাণী বর্মনের বাড়ির সামনে একটি ছাগল বাড়ির সামনে বাঁধা অবস্থায় ছিল । অভিযোগ, সেই সময় পল্লব বিশ্বাস ও গোপাল রবি দাস ওই দুটি ছাগলকে টোটোতে চাপিয়ে চুরি করে পালাচ্ছিল । স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাদেরকে তাড়া করে ধরে ফেলে । টোটো থেকে ছাগলটি নামিয়ে মালিকের হাতে তুলে দেওয়া হয় ৷ এরপর দুই দুস্কৃতিকেই বেধড়ক মারধর দেয় গ্রামবাসীরা । খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলাকালীন এক গ্রামবাসী তাদের উপর চড়া হয়ে মারধর করতে শুরু করে ৷ পুলিশ শ্যামল বর্মন নামে ওই ব্যক্তিকে আটক করেছে । পাশাপাশি অভিযুক্ত দুজনকেই থানায় নিয়ে আসা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ছাগলের মালিক কল্যাণী বর্মন জানিয়েছেন, "বাড়ির সামনে ছাগলটি বাঁধা অবস্থায় ছিল । দুটি ছেলে মিলে ছাগলটিকে টোটোয় চাপিয়ে নিয়ে পালাচ্ছিল ৷ সেইসময় এলাকার মানুষ দেখতে পেয়ে তাদের ধরে ফেলে । এর আগেও এই এলাকায় অনেক ছাগল চুরি হয়েছে । কে চুরি করেছে তা জানি না। কিন্তু আজ হাতেনাতে ধরা পড়ে ছাগল চোর ৷"