ETV Bharat / state

প্লাস্টিকের বোতলে তক্ষক পাচার, গ্রেপ্তার 2 - তক্ষক

ব্যাগ খুলতেই মিলল প্লাস্টিকের বোতলে তক্ষক । ইটাহারের বৈরাতা এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

smuggling of Snake
পাচার করা হচ্ছিল তক্ষক
author img

By

Published : Dec 1, 2019, 4:21 AM IST

Updated : Dec 1, 2019, 6:57 AM IST

রায়গঞ্জ, 1 ডিসেম্বর : ইটাহারের বৈরাতা এলাকা থেকে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের 2 জনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ । ধৃত বসন্ত মাহাত ও বাসুদেব মণ্ডলের বাড়ি মালদা জেলার গাজোল এলাকায় । তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার হয়েছে ।

গতকাল ভোরে ইটাহারের বৈরাতা এলাকায় ধৃত বসন্ত ও বাসুদেবকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিশের । হাতে ব্যাগটি দেখে পুুলিশ আধিকারিকরা দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে । শুরু হয় তল্লাশিও । ব্যাগটি খুলতেই বেরোয় একটি প্লাস্টিকের বোতল । যার মধ্যে থেকে তক্ষকটিকে উদ্ধার করা হয় । খবর দেওয়া হয় বন বিভাগে । সেখান থেকে আধিকারিকরা এসে তক্ষকটিকে নিয়ে যায় । গ্রেপ্তার করা হয় দু'জনকে ।

smuggling of Snake
ধৃত বসন্ত মাহাত ও বাসুদেব মণ্ডল

গ্রেপ্তারির পরই শুরু হয় জিজ্ঞাসাবাদ । জানার চেষ্টা চলছে তক্ষকটি কোথা থেকে কোথায় পাচার করার কথা ছিল । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না বা চক্রটি কতদিন ধরে সক্রিয় তা জানার চেষ্টা করছে পুলিশ ।

রায়গঞ্জ, 1 ডিসেম্বর : ইটাহারের বৈরাতা এলাকা থেকে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের 2 জনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ । ধৃত বসন্ত মাহাত ও বাসুদেব মণ্ডলের বাড়ি মালদা জেলার গাজোল এলাকায় । তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার হয়েছে ।

গতকাল ভোরে ইটাহারের বৈরাতা এলাকায় ধৃত বসন্ত ও বাসুদেবকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিশের । হাতে ব্যাগটি দেখে পুুলিশ আধিকারিকরা দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে । শুরু হয় তল্লাশিও । ব্যাগটি খুলতেই বেরোয় একটি প্লাস্টিকের বোতল । যার মধ্যে থেকে তক্ষকটিকে উদ্ধার করা হয় । খবর দেওয়া হয় বন বিভাগে । সেখান থেকে আধিকারিকরা এসে তক্ষকটিকে নিয়ে যায় । গ্রেপ্তার করা হয় দু'জনকে ।

smuggling of Snake
ধৃত বসন্ত মাহাত ও বাসুদেব মণ্ডল

গ্রেপ্তারির পরই শুরু হয় জিজ্ঞাসাবাদ । জানার চেষ্টা চলছে তক্ষকটি কোথা থেকে কোথায় পাচার করার কথা ছিল । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না বা চক্রটি কতদিন ধরে সক্রিয় তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ৩০ নভেম্বরঃ- একটি তক্ষকসহ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। ইটাহার থানার বইরাতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের নাম বসন্ত মাহাতো এবং বাসুদেব মণ্ডল।তাদের বাড়ি মালদা জেলার গাজোল এলাকায়।শনিবার ভোরবেলায় ইটাহার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই দুই ব্যক্তি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।তাদের এদিন গ্রেপ্তার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

ইটাহার থানার পুলিশ জানিয়েছে,গতকাল রাতে তাদের কাছে খবর এসেছিল যে কয়েকজন পশুদেহ পাচারকারীরা ইটাহার এলাকায় ঘোরাঘুরি করছে।তাদের কাছে বন্যপ্রাণী বা প্রাণীর দেহাবশেষ থাকতে পারে।খবর মিলতেই সেই মোতাবেক পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে।ভোররাতে পুলিশের কাছে ফের খবর আসে যে বইরাতা এলাকায় দুজন ব্যক্তি একটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে।এরপরই সেখানে অভিযান চালায় তদন্তকারী দল।বইরাতা মোড় এলাকায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাদের ব্যাগ থেকে প্লাস্টিকের বোতলে বন্দী অবস্থায় তক্ষকটি উদ্ধার করে পুলিশ।এরপরই তাদের গ্রেপ্তার করে তদন্তকারীরা।পরে তাদের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।বইরাতা এলাকাটি মালদা ও উত্তর দিনাজপুরের সংযোগস্থলে থাকায় এই তক্ষকটি আদতে কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল।আর কারাই বা এই বন্যপ্রাণীর ক্রেতা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর।Body:JfConclusion:Jc
Last Updated : Dec 1, 2019, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.