রায়গঞ্জ, 1 ডিসেম্বর : ইটাহারের বৈরাতা এলাকা থেকে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের 2 জনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ । ধৃত বসন্ত মাহাত ও বাসুদেব মণ্ডলের বাড়ি মালদা জেলার গাজোল এলাকায় । তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার হয়েছে ।
গতকাল ভোরে ইটাহারের বৈরাতা এলাকায় ধৃত বসন্ত ও বাসুদেবকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিশের । হাতে ব্যাগটি দেখে পুুলিশ আধিকারিকরা দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে । শুরু হয় তল্লাশিও । ব্যাগটি খুলতেই বেরোয় একটি প্লাস্টিকের বোতল । যার মধ্যে থেকে তক্ষকটিকে উদ্ধার করা হয় । খবর দেওয়া হয় বন বিভাগে । সেখান থেকে আধিকারিকরা এসে তক্ষকটিকে নিয়ে যায় । গ্রেপ্তার করা হয় দু'জনকে ।
![smuggling of Snake](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-ndin-01-wildlife-smuggler-arrested-pic-7204678_30112019193104_3011f_1575122464_351.jpg)
গ্রেপ্তারির পরই শুরু হয় জিজ্ঞাসাবাদ । জানার চেষ্টা চলছে তক্ষকটি কোথা থেকে কোথায় পাচার করার কথা ছিল । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না বা চক্রটি কতদিন ধরে সক্রিয় তা জানার চেষ্টা করছে পুলিশ ।