ETV Bharat / state

100 দিনের কাজে দুর্নীতি! সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে - two TMC groups

এলাকায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল । 100 দিনের কাজ নিয়েই মূলত দুই গোষ্ঠীর বিবাদ । একটি জায়গায় 100 দিনের কাজের ক্ষেত্রে মাটি ফেলায় অনিয়ম হচ্ছে বলে আক্রান্ত মাহা আলম এবং তার দাদা বারবার প্রতিবাদ করছিলেন । তবে অন্য গোষ্ঠীর কয়েকজন তৃণমূল কর্মী কাজটির স্বপক্ষে ছিলেন ।

Maharam Ali
আহত মাহরম আলি
author img

By

Published : Feb 9, 2020, 12:14 PM IST

রায়গঞ্জ ,9 ফেব্রুয়ারি : একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে । কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ এবং বোমাবাজি । দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাইও । ঘটনাকে কেন্দ্র করে শনিবার ইটাহার থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ইটাহার থানার পুলিশ জখমকে উদ্ধার করে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেছে । ইটাহার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য মামুদ আলম ও তাঁর জখম ভাই মাহা আলম (35) রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । পাঁচ জন দুষ্কৃতীর বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । সুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উত্তম দাস বলেন,"ঘটনার সঙ্গ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ।" ঘটনাস্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে ।

অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল । 100 দিনের কাজ নিয়েই মূলত দুই গোষ্ঠীর বিবাদ । একটি জায়গায় 100 দিনের কাজের ক্ষেত্রে মাটি ফেলায় অনিয়ম হচ্ছে বলে আক্রান্ত মাহা আলম এবং তার দাদা বারবার প্রতিবাদ করছিলেন । তবে অন্য গোষ্ঠীর কয়েকজন তৃণমূল কর্মী কাজটির স্বপক্ষে ছিলেন । আক্রান্তদের দাবি, বেশ কিছু ব্যক্তি নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । নানা বেআইনি অস্ত্র মজুত থাকে । এলাকায় ত্রাস সৃষ্টি করে তারা ।

পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ইটাহার থানার সুরুন এলাকায় মারধরের একটি ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

আহত মহরম আলি

রায়গঞ্জ ,9 ফেব্রুয়ারি : একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে । কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ এবং বোমাবাজি । দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাইও । ঘটনাকে কেন্দ্র করে শনিবার ইটাহার থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ইটাহার থানার পুলিশ জখমকে উদ্ধার করে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেছে । ইটাহার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য মামুদ আলম ও তাঁর জখম ভাই মাহা আলম (35) রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । পাঁচ জন দুষ্কৃতীর বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । সুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উত্তম দাস বলেন,"ঘটনার সঙ্গ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ।" ঘটনাস্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে ।

অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল । 100 দিনের কাজ নিয়েই মূলত দুই গোষ্ঠীর বিবাদ । একটি জায়গায় 100 দিনের কাজের ক্ষেত্রে মাটি ফেলায় অনিয়ম হচ্ছে বলে আক্রান্ত মাহা আলম এবং তার দাদা বারবার প্রতিবাদ করছিলেন । তবে অন্য গোষ্ঠীর কয়েকজন তৃণমূল কর্মী কাজটির স্বপক্ষে ছিলেন । আক্রান্তদের দাবি, বেশ কিছু ব্যক্তি নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । নানা বেআইনি অস্ত্র মজুত থাকে । এলাকায় ত্রাস সৃষ্টি করে তারা ।

পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ইটাহার থানার সুরুন এলাকায় মারধরের একটি ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

আহত মহরম আলি
Intro:রায়গঞ্জ, ৮ ফেব্রুয়ারিঃ- ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো।কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ এবং বোমা ছোঁড়া হল। ঘটনায় দাদাকে বাঁচাতে গিয়ে তাঁর ভাইও আক্রান্ত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ইটাহার থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ জখমকে উদ্ধার করে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেছে। ইটাহার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য মামুদ আলম ও তাঁর জখম ভাই মাহা আলম (৩৫) রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মোট ৫জন দুষ্কৃতীর বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কংগ্রেসের প্রধান উত্তম দাস বলেন,ঘটনার সঙ্গ জড়িতদের দ্রুত গ্রেফতারের আর্জি জানানো হয়েছে। ইটাহার থানার পুলিশ জানিয়েছে, ইটাহারের বাজিতপুর গ্রামে একটি মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। কমব্যাট ফোর্স ও ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। 100 দিনের কাজ নিয়ে মূলত দুই গোষ্ঠীর বিবাদ ছিল। এলাকার একটি জায়গায় 100 দিনের কাজের ক্ষেত্রে মাটি ফেলায় অনিয়ম হচ্ছে বলে আক্রান্ত মাহা আলম এবং তার দাদা বারবার প্রতিবাদ করছিল। তবে অন্য গোষ্ঠীর কয়েকজন তৃণমূল কর্মী তারা কাজটির স্বপক্ষে ছিল। আক্রান্তদের দাবি গোষ্ঠীর বেশ কিছু ব্যক্তি নানান রকম দুষ্কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের কাছে নানান বেআইনি অস্ত্র মজুত থাকে। তাই কিছুটা হলেও এলাকায় ত্রাস সৃষ্টি করে তারা। যদিও সবকিছুকে উপেক্ষা করেই দুর্নীতির বিরুদ্ধে দুই ভাই এবং তাদের স্বপক্ষে আরো কয়েকজন মুখ খুলেছিল। সেই কারণেই এদিনের এই হামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে আক্রান্ত দুই ভাই। অসমর্থিত একটি সূত্রের খবর অনুযায়ী যেসকল দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্যে কয়েকজন বেশ কয়েকদিন আগে অন্য অপরাধের কারণে জেল থেকে ছাড়া পেয়েছে।

পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ইটাহার থানার সুরণ এলাকায় মারধরের একটি ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। Body:AkConclusion:Ak
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.