রায়গঞ্জ ,9 ফেব্রুয়ারি : একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে । কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ এবং বোমাবাজি । দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাইও । ঘটনাকে কেন্দ্র করে শনিবার ইটাহার থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ইটাহার থানার পুলিশ জখমকে উদ্ধার করে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেছে । ইটাহার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য মামুদ আলম ও তাঁর জখম ভাই মাহা আলম (35) রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । পাঁচ জন দুষ্কৃতীর বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । সুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উত্তম দাস বলেন,"ঘটনার সঙ্গ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ।" ঘটনাস্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে ।
অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল । 100 দিনের কাজ নিয়েই মূলত দুই গোষ্ঠীর বিবাদ । একটি জায়গায় 100 দিনের কাজের ক্ষেত্রে মাটি ফেলায় অনিয়ম হচ্ছে বলে আক্রান্ত মাহা আলম এবং তার দাদা বারবার প্রতিবাদ করছিলেন । তবে অন্য গোষ্ঠীর কয়েকজন তৃণমূল কর্মী কাজটির স্বপক্ষে ছিলেন । আক্রান্তদের দাবি, বেশ কিছু ব্যক্তি নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । নানা বেআইনি অস্ত্র মজুত থাকে । এলাকায় ত্রাস সৃষ্টি করে তারা ।
পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ইটাহার থানার সুরুন এলাকায় মারধরের একটি ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।