রায়গঞ্জ, 6 অক্টোবর : মোটর সাইকেল ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলি চালালো দুষ্কৃতীরা ৷ গুলিতে গুরুতর জখম এক যুবক ৷ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের হাটমানি এলাকার ঘটনা ৷ দুষ্কৃতীরা পলাতক ৷
নূর আলম নামে ওই যুবক রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকার বাসিন্দা ৷ সোমবার রাতে জরুরি প্রয়োজনে তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেল চেপে রওনা দেন ৷ পথে বাহিনের হাটমানি এলাকায় কিছু দুষ্কৃতী তার পথ আগলে দাঁড়ায় ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, নূরের কাছে থাকা টাকা পয়সা লুট করার পর বাইক ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ নূর বাঁধা দিলে গুলি চালায় ৷ পরে তারা চম্পট দেয় ৷ গুলিবিদ্ধ হয় নূর ৷ স্থানীয়রা উদ্ধার করে তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷
রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷ দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ৷ পুলিশ জানিয়েছে, জনা ছ'য়েকের একটি দল ওই যুবকের কাছ থেকে মোবাইল ফোন, নগদ আড়াই হাজার টাকা ছিনতাই করে ৷ পরে বাইক ছিনতাইয়ের চেষ্টা করে ৷ তাতে ব্যর্থ হওয়ায় দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয় ৷