বারাসত, 20 মে : বিবির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রতিবেশী যুবককে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । মৃত যুবকের নাম মহনুল আলি (25) । ঘটনাটি শাসন থানার পাকদহ গ্রামের। পুলিশ অভিযুক্ত ইমান আলি ও তার স্ত্রী রুপা বিবিকে গ্রেপ্তার করেছে ।
পাকদহ গ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা ইমান ও রুপা । অভিযোগ, বিবির সঙ্গে মহনুলের অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত ইমান । বিষয়টি নিয়ে সংসারে অশান্তি হত। বিবিকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বলেছিল ইমান । কিন্তু তাতে কাজ না হওয়ায় মহনুলকে খুন করার চক্রান্ত করে সে ।
মহনুলকে হাত-পা বেঁধে বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। গতকাল মহনুলের দেহ উদ্ধারের পর এলাকার বাসিন্দাদের একাংশ ইমানের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ।
এরপর, ইমান ও রুপা দু'জনেই শাসন থানায় এসে আত্মসমর্পণ করে । পুলিশ জানিয়েছে, দু'জনকেই গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।