ETV Bharat / state

Minor Girl Elope : ফোনে প্রেম করে ভরছিল না মন, বাড়ি থেকে পালিয়েই বিপত্তি; শ্রীঘরে ঠাঁই যুবকের - Youth Arrested for Eloping with Minor Girl

ইচ্ছা ছিল নাবালিকা প্রেমিকাকে নিয়ে ঘর বাঁধার। সেই উদ্দেশ্যে ভালবাসার টানে বাড়ি থেকে পালিয়েও ছিলেন বছর চব্বিশের প্রেমিক যুবক। কিন্তু, শেষরক্ষা হল না। নাবালিকার পরিবারের অপহরণের অভিযোগে যুবকের ঠাঁই হল শ্রীঘরে (Youth Arrested for Eloping with Minor Girl) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্বরূপনগরের ভারত-বাংলাদেশের সীমান্তের কাছে ছোট বাঁকড়া গ্রাম থেকে হদিশ মেলে বছর চোদ্দ-র ওই নাবালিকা ও তার প্রেমিকের।

Youth Arrested for Eloping with Minor Girl
নাবালিকার পরিবারের অপহরণের অভিযোগে যুবকের ঠাঁই হল শ্রীঘরে
author img

By

Published : Apr 22, 2022, 11:04 PM IST

Updated : Apr 23, 2022, 7:02 AM IST

হিঙ্গলগঞ্জ 22 এপ্রিল : ফোনে প্রেমালাপ। ভালোবাসার টানে নাবালিকা প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে শ্রীঘরে ঠাঁই যুবকের। চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে (Youth Arrested for Eloping with Minor Girl) ।

তাদের ভাবনা ছিল একেবারে সিনেমার মতোন ৷ সিনেমায় যেমন হয় ভালবাসায় মোহিত হয়ে প্রেমিক পালাল প্রেমিকাকে নিয়ে ৷ তেমনই হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের কেতারচক গ্রামের এক নাবালিকার সঙ্গে মিনাখাঁর চৈতল গ্রামের এক যুবকের আলাপ হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেখান থেকে হয় ফোনালাপ ৷ ফোনে প্রেম দেওয়া-নেওয়া বেশ ভালই হচ্ছিল, কিন্তু তারা ফোনের বেড়া টপকে কাছাকাছি আসতে চায়ছিল ৷ ভালবাসা আর দূর থেকে মিটছিল না ৷ এই ভেবেই বাড়ি থেকে দু'জনেই চম্পট দিল ৷ কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের হাতে ধরা পরে দু'জনেই শ্রীঘরে ৷

পরে, অবশ্য অপহৃত নাবালিকাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। যদিও জিজ্ঞাসাবাদের পর নাবালিকার প্রেমিক বিপ্লব হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জানা গিয়েছে, 20 এপ্রিল আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান নবম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনও সন্ধান না মেলায় শেষে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের লোকজন। অপহরণের অভিযোগ দায়ের করা হয় হিঙ্গলগঞ্জ থানায়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে প্রেমের বিষয়টিও। তদন্তে নেমে প্রথমেই পুলিশ গুরুত্ব দেয় নাবালিকা এবং তার প্রেমিকের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ওপর। তাতেই মেলে সাফল্য। ফোনের টাওয়ার লোকেশন থেকে পুলিশ জানতে পারে,তারা রয়েছেন ভারত-বাংলাদেশের ছোট বাঁকড়া গ্রামে। দেরি না করে এদিন দুপুরে পুলিশের একটি টিম হানা দেয় সেখানে। আটক করা হয় দু'জনকেই।

পরে, তাদের হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে, বাড়ি থেকে পালিয়ে এই দুই প্রেমিক-প্রেমিকা আশ্রয় নিয়েছিল বিভিন্ন জায়গায়। পরবর্তীতে তারা আশ্রয় নেয় বাঁকড়া গ্রামে। সেখান থেকে দু'জনের বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন : গাইঘাটায় নাবালিকা গণধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী-সহ চার

যদিও, পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা একেবারে ভেস্তে গিয়েছে। এদিকে,ধৃত ওই যুবককে আগামিকাল অর্থাৎ শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

হিঙ্গলগঞ্জ 22 এপ্রিল : ফোনে প্রেমালাপ। ভালোবাসার টানে নাবালিকা প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে শ্রীঘরে ঠাঁই যুবকের। চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে (Youth Arrested for Eloping with Minor Girl) ।

তাদের ভাবনা ছিল একেবারে সিনেমার মতোন ৷ সিনেমায় যেমন হয় ভালবাসায় মোহিত হয়ে প্রেমিক পালাল প্রেমিকাকে নিয়ে ৷ তেমনই হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের কেতারচক গ্রামের এক নাবালিকার সঙ্গে মিনাখাঁর চৈতল গ্রামের এক যুবকের আলাপ হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেখান থেকে হয় ফোনালাপ ৷ ফোনে প্রেম দেওয়া-নেওয়া বেশ ভালই হচ্ছিল, কিন্তু তারা ফোনের বেড়া টপকে কাছাকাছি আসতে চায়ছিল ৷ ভালবাসা আর দূর থেকে মিটছিল না ৷ এই ভেবেই বাড়ি থেকে দু'জনেই চম্পট দিল ৷ কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের হাতে ধরা পরে দু'জনেই শ্রীঘরে ৷

পরে, অবশ্য অপহৃত নাবালিকাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। যদিও জিজ্ঞাসাবাদের পর নাবালিকার প্রেমিক বিপ্লব হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জানা গিয়েছে, 20 এপ্রিল আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান নবম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনও সন্ধান না মেলায় শেষে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের লোকজন। অপহরণের অভিযোগ দায়ের করা হয় হিঙ্গলগঞ্জ থানায়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে প্রেমের বিষয়টিও। তদন্তে নেমে প্রথমেই পুলিশ গুরুত্ব দেয় নাবালিকা এবং তার প্রেমিকের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ওপর। তাতেই মেলে সাফল্য। ফোনের টাওয়ার লোকেশন থেকে পুলিশ জানতে পারে,তারা রয়েছেন ভারত-বাংলাদেশের ছোট বাঁকড়া গ্রামে। দেরি না করে এদিন দুপুরে পুলিশের একটি টিম হানা দেয় সেখানে। আটক করা হয় দু'জনকেই।

পরে, তাদের হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে, বাড়ি থেকে পালিয়ে এই দুই প্রেমিক-প্রেমিকা আশ্রয় নিয়েছিল বিভিন্ন জায়গায়। পরবর্তীতে তারা আশ্রয় নেয় বাঁকড়া গ্রামে। সেখান থেকে দু'জনের বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন : গাইঘাটায় নাবালিকা গণধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী-সহ চার

যদিও, পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা একেবারে ভেস্তে গিয়েছে। এদিকে,ধৃত ওই যুবককে আগামিকাল অর্থাৎ শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Last Updated : Apr 23, 2022, 7:02 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.