ETV Bharat / state

বরানগরে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ গ্রেফতার যুবক

author img

By

Published : May 9, 2021, 2:33 PM IST

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ গ্রেফতার যুবক ৷ কলকাতা উত্তর শহরতলি লাগোয়া বরানগরের ঘটনা ৷ ধৃত যুবক বিজেপি কর্মী বলে দাবি এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল নেতৃত্বের ৷ অস্বীকার স্থানীয় বিজেপি নেতার ৷

WB_N24Pgs_BKP01_Barangar Arms Arrest
বরানগরে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ গ্রেফতার যুবক

বরানগর, 9 মে : বরানগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক যুবক ৷ ধৃত ব্য়ক্তি বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি এলাকাবাসীর ৷ ধৃতকে তিনি চেনেন না, পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতার ৷ রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের নানাভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তাঁর ৷ বরানগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

কলকাতা উত্তর শহরতলি লাগোয়া বরানগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে হাতেনাতে পাকড়াও করেন এলাকার বাসিন্দারা ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

বরানগর থানার পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আজাদ আলি (31) ৷ তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ ৷ ধৃতের বাড়ি বরানগরেরই বাড়ুইপাড়া লেনে ৷ ঘটনাটি ঘটেছে বরানগরের বিদ্যায়তন সরণি এলাকায় ৷

ধৃতের পরিচয় নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে ওই যুবক খুব জোরে বাইক চালিয়ে আসছিলেন ৷ দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়েই রাস্তায় পড়ে যান তিনি ৷ এলাকার মানুষজন তাঁকে ধরে তুলতে গেলে সেই সময় তাঁর পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়ে ৷ এরপর তাঁর পকেট থেকে এক রাউন্ড গুলিও উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ৷

এর পরই এলাকাবাসী বরানগর থানায় খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ ৷ তারা আজাদ আলিকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : খড়গপুরে জমি ব্যবসায়ীকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেধড়ক মার ; গ্রেফতার দুষ্কৃতী

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, ধৃত ওই যুবক এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ৷ যদিও বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি এই দাবি অস্বীকার করেছেন ৷ তাঁর সাফ কথা, তিনি ধৃত যুবককে চেনেন না ৷

বরানগর, 9 মে : বরানগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক যুবক ৷ ধৃত ব্য়ক্তি বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি এলাকাবাসীর ৷ ধৃতকে তিনি চেনেন না, পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতার ৷ রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের নানাভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তাঁর ৷ বরানগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

কলকাতা উত্তর শহরতলি লাগোয়া বরানগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে হাতেনাতে পাকড়াও করেন এলাকার বাসিন্দারা ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

বরানগর থানার পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আজাদ আলি (31) ৷ তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ ৷ ধৃতের বাড়ি বরানগরেরই বাড়ুইপাড়া লেনে ৷ ঘটনাটি ঘটেছে বরানগরের বিদ্যায়তন সরণি এলাকায় ৷

ধৃতের পরিচয় নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে ওই যুবক খুব জোরে বাইক চালিয়ে আসছিলেন ৷ দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়েই রাস্তায় পড়ে যান তিনি ৷ এলাকার মানুষজন তাঁকে ধরে তুলতে গেলে সেই সময় তাঁর পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়ে ৷ এরপর তাঁর পকেট থেকে এক রাউন্ড গুলিও উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ৷

এর পরই এলাকাবাসী বরানগর থানায় খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ ৷ তারা আজাদ আলিকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : খড়গপুরে জমি ব্যবসায়ীকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেধড়ক মার ; গ্রেফতার দুষ্কৃতী

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, ধৃত ওই যুবক এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ৷ যদিও বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি এই দাবি অস্বীকার করেছেন ৷ তাঁর সাফ কথা, তিনি ধৃত যুবককে চেনেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.